সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাওড়ায় বহু ট্রেন বা’তি’ল নতুন করে, একটানা ১৫ দিনের ভো’গা’ন্তি

শিয়ালদা এবং পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় রেল লাইনের নন-ইন্টারলকিংয়ের কাজ চলার ফলে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয় কিছু দিন আগেই। প্রায় প্রত্যেক দিনই অনেক ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছিল।

সূত্রে খবর ,এবার নন ইন্টারলকিংয়ের পর, ওভারহেডের কাজের জন‌্য হাওড়া-বর্ধমানের মধ্যে পনেরো দিন বাতিল থাকবে চোদ্দোটি ট্রেন। হাওড়া থেকে প্রতিদিন সাতটি আপ ট্রেন বাতিল করা হয়েছে ।

ডাউনে বর্ধমান থেকে বাতিল করা হয়েছে দু’টি ট্রেন । পান্ডুয়া, তারকেশ্বর, গুড়াপ, শ্রীরামপুর ও মাশাগ্রাম থেকে একটি করে ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। ফলে অসুবিধায় পড়তে হবে নিত্য যাত্রীদের।

আরো খবর: কলকাতা টু চেন্নাই, সোনালী চতুর্ভুজ নিয়ে বি’রা’ট ঘো’ষ’ণা কেন্দ্রীয় মন্ত্রীর, পা’ল্টে যা’বে রাস্তার চেহারা

‘সারা বাংলা সিটিজেন্স ফোরাম’ নিত্য যাত্রীদের দুর্ভোগের কথা মাথায় রেখে ভারতীয় রেল বোর্ডের চেয়ারম্যানের কাছে একটি আবেদন পত্র জমা দিয়েছেন। তাদের প্রধান দাবি দুটি –

১.অফিস টাইমে অন্তত দু’টি করে অর্থাৎ কমপক্ষে ৪টি লোকাল ট্রেন বাড়াতে হবে ওই লাইনে।

২. প্রত্যেকটি লোকাল ট্রেনকে ৯ থেকে বাড়িয়ে ১২ বগির করতে হবে,যাতে বেশি সংখক লোক যাত্রা করতে পারে। এতে যাত্রীদের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে মনে করেন তারা।