সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমি য’দি খেলতাম তাহলে বিরাট ৫০ টি সেঞ্চুরিও ক’র’তে পারতো না: শোয়েব আখতার

পাকিস্তানের শোয়েব আখতার হলেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির পেসার। শোয়েব আখতার বলেন, তিনি যদি এই সময়ে ক্রিকেট খেলতেন তাহলে কোহলি ৫০টা সেঞ্চুরিও পেতো না।

এই তারকা আরও বলেন, তিনি বল করলে কোহলির ৫০টা সেঞ্চুরি থাকত না, ২০ থেকে ২৫টা থাকত হয়তো। কিন্তু সেঞ্চুরিগুলো দেখে মনে হতো যে না, ও আসলেই পরিশ্রম করে সেঞ্চুরিগুলো করেছে। বিরাটের বিপক্ষে তিনি সফল হতেন।

আইপিএল উপলক্ষে ক্রীড়া ওয়েবসাইট স্পোর্টসক্রীড়ার এক সাক্ষাৎকারে শোয়েব আখতার বলেন, বিরাট কোহলি মানুষ হিসেবে অনেক ভালো, অনেক বড় ক্রিকেটার। তিনি কোহলির বিপক্ষে নিয়মিত খেললে ও এত বেশি রান করতে পারত না।

আরো পড়ুন: সাহসিকতার সব সী’মা অ’তি’ক্র’ম করে ফেলেছেন এই ওয়েব সিরিজের অভিনেত্রী! একাই দেখুন ট্রে’লা’র

তবে যতটুকু রান করত, সেটাও সুন্দরভাবেই করত। দেখে মনে হতো যে না, ও আসলেই রান করার জন্য পরিশ্রম করছে।ভারত-পাকিস্তান ২০১০ এশিয়া কাপে শ্রীলংকার ডাম্বুলায় মুখোমুখি হয়েছিল।

ভারতের হয়ে খেলতে নেমেছিলেন কোহলি, পাকিস্তানের হয়ে শোয়েব আখতার। সে ম্যাচে ভারত জিতলেও কোহলি তেমন কিছুই করতে পারেননি। সাঈদ আজমলের বলে বোল্ড হওয়ার আগে ২৭ বলে ১৮ রান করেছিলেন। শোয়েবের বিপক্ষে সেদিন খেলা হয়নি কোহলির।