সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জীবন মৃ’ত্যু সব আল্লাহ-র হাতে, আপনারা খে’ল’তে আসুন, BCCI-কে আ’র্জি প্রাক্তণ পাক ক্রিকেটারের

ভারত তাদের চির শত্রু হলেও ভারতে খেলতে আসতে তাদের কোন সমস্যা নেই। স্পষ্ট জানিয়ে দিয়েছে পাকিস্তান। কিন্তু বর্তমানে পাকিস্তান নয়, খেলতে যেতে হবে ভারতকে। এমনটাই দাবি করেছেন পাক কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়া দাদ। যদিও ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইস্পষ্ট জানিয়ে দিয়েছে তারা পাকিস্তানের মাটিতে গিয়ে খেলবে না।

সেই বক্তব্যের পাল্টা দিয়ে পাকিস্তান জানিয়ে দেয় তারাও খেলতে আসবে না ভারতের মাটিতে। যদিও আনুষ্ঠানিকভাবে তাদের বোর্ডের তরফে কিছু ঘোষণা করা হয়নি ২০১২ সাল থেকে নানান কারণে পাকিস্তান মাটিতে আর পা রাখেনি ভারতের দল।

তারা আদৌ পাকিস্তানে কোনদিন খেলতে যাবে কিনা তা নিয়ে কোন সদর্থক মন্তব্য করতে দেখা যায়নি। এশিয়া কাপে ভারত বর্ষ অংশ নেবে কিনা সেটা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ঠিক এই বিষয়েই মুখ খুলেছেন পাকিস্তানের কিংবদন্তি।

আরো খবর: আজ নীল ষষ্ঠী, সন্তানের মঙ্গলে আজ এই নিয়মগুলো মানুন, মি’ল’বে ফল

তিনি জানিয়েছেন নিরাপত্তা নিয়ে এত ভাবার কোন দরকার নেই কারোর জীবন মৃত্যু সম্পূর্ণ ঈশ্বরের হাতে। আল্লাহ যেদিন ডাক দিবে সেদিন সবাইকেই উপরে যেতে হবে। ভারতের উচিত পাকিস্তানের মাটিতে খেলতে আসা। তবে তার এই আহ্বান যে রীতিমত বিক্ষুব্ধ তা বলাই বাহুল্য।

তিনি বলেন ভারতীয় বোর্ড আর্থিক ক্ষমতার জোরে অত্যন্ত আগ্রাসী আচরণ করেছে। পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক খুবই খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে বলেও দাবি করেন তিনি।

ভারতীয় বোর্ড একনায়কতন্ত্র চালাচ্ছে। ঠিকই তার পথেই হেঁটেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মাইন খান। তিনি বলেন খেলার মধ্যে রাজনীতি টেনে আনা উচিত নয় যেটা ভারত করছে।