সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজ নীল ষষ্ঠী, সন্তানের মঙ্গলে আজ এই নিয়মগুলো মানুন, মি’ল’বে ফল

আজ নীল ষষ্ঠী সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত করে থাকেন মায়েরা। ষষ্ঠী মানেই সন্তানের উদ্দেশ্যে তা পালিত হয়। নীল পূজো নিয়ে জ্যোতিষ শাস্ত্রে কিছু নিয়ম-নীতি ও বিধি রয়েছে। সেই বিধি মেনে এই পুজো করা হয়। এই দিন মূলত শিবের পুজো করা হয়ে থাকে। এই বিশেষ দিনে যদি কিছু বিশেষ উপায়ে ভগবান শিবের আরাধনা করেন তবে সন্তানের মঙ্গল হয়। শুধু সন্তানের মঙ্গল নয়, সেই সঙ্গেই পরিবারের মঙ্গল হয়।

জেনে রাখা ভালো নীল ষষ্ঠীতে কিভাবে ভগবান শিবের আরাধনা করবেন। মনে রাখবেন শিবের পূজা করার সময় যাতে শিবলিঙ্গের গায়ে কোনভাবে আঘাত না লাগে। ধীরে ধীরে শিব পুজো করতে হবে যাতে তিনি প্রসন্ন থাকেন।

সন্তানের মঙ্গল কামনার্থে প্রথমে গঙ্গা জলে কাঁচা দুধ মিশিয়ে নিন এরপর তার মধ্যে দিয়ে দিন কাঁচা হলুদের রস সাদা চন্দন। এই তিনটি জিনিস দিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। এই নীল ষষ্ঠীর দিন ছোট একটি রুপোর ত্রিশূল লকেট নিতে পারেন।

আরো খবর: “লু”-এর স’ত’র্ক’তা জা’রি! আগামী কয়েকদিনের মধ্যে কি বৃষ্টি হ’বে?

সেটি একটি পাত্রে সাদা চন্দন নিয়ে মিশিয়ে রেখে দিন। শিবের অত্যন্ত পছন্দের সাদা ফুল। ১০৮ টি সাদা ফুল নিয়ে ১০৮ বার ওম নমঃ শিবায় বলে ওই ত্রিসুলের লকেটের উপর রেখে দিন। এরপর সেই লকেটটি ভগবান শিবের মাথায় ছুঁয়ে আপনার গলায় পড়ে নিন।

এই পুজোর দিন যতটা সম্ভব ঠান্ডা খাবার খাবেন। নীল পূজোর দিন আখের রস দিয়ে যদি শিবের অভিষেক করেন তবে সাংসারিক যে কোন সমস্যার সমাধান হয়ে যায়। খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলে শিবকে অবশ্যই জব অর্পণ করবেন।

কাঁচা দুধ মধু এবং গঙ্গার জল ও চামেলির তেল মিশিয়ে ভগবান শিবকে দিলে তিনি সুপ্রসন্ন হন। ২৮ টা বেলপাতায় সাদা চন্দন মাখিয়ে শিব কে অর্পণ করতে পারেন।