সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উঠে পড়ুন বাসে, এবার ৭০ দিনে ১৮ দেশ ঘু’রে দিল্লি থেকে পৌঁ’ছা’ন লন্ডন

আপনি কি ভ্রমণপ্রেমী? দেশে দেশে ভ্রমণ করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। অ্যাডভেঞ্চারাস ওভারল্যান্ড সংস্থা সম্প্রতি ঘোষণা করেছে তারা দিল্লি থেকে লন্ডনের বাসযাত্রা শুরু করতে চলেছে। ভারত-মায়ানমার সীমান্ত পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে দিল্লি থেকে শুরু করে লন্ডন পর্যন্ত বাসযাত্রা ভালোভাবেই সম্পন্ন হবে বলে মনে করছে সংশ্লিষ্ট সংস্থা।

আপনি কি ভ্রমণপ্রেমী? দেশে দেশে ভ্রমণ করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। অ্যাডভেঞ্চারাস ওভারল্যান্ড সংস্থা সম্প্রতি ঘোষণা করেছে তারা দিল্লি থেকে লন্ডনের বাসযাত্রা শুরু করতে চলেছে। ভারত-মায়ানমার সীমান্ত পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে দিল্লি থেকে শুরু করে লন্ডন পর্যন্ত বাসযাত্রা ভালোভাবেই সম্পন্ন হবে বলে মনে করছে সংশ্লিষ্ট সংস্থা।

এতদিন ভারত থেকে লন্ডন যাওয়ার জন্য এতদিন বিমানপথই ছিল ভরসা। তবে ভ্রমণ পিপাসুদের জন্য এবার নতুন যাত্রা পথ আনতে চলেছে এই সংস্থা। ভারত থেকে লন্ডন যাওয়ার জন্য বাস পথে সময় লাগবে 70 দিন। প্রায় কুড়ি হাজার কিলোমিটার পথ ঘুরে যাবে এই বাস। পথে 18 টি দেশের উপর দিয়ে যেতে পারবেন।

এই সফরের জন্য মাথাপিছু খরচ ধার্য করা হয়েছে 15 লক্ষ টাকা। এর মধ্যে টিকিট, ভিসা এবং বিভিন্ন দেশে ভ্রমণের জন্য যাবতীয় খরচ ধার্য করা আছে। এই পরিষেবা চালু হলে গত 46 বছরে দিল্লি লন্ডন বাসযাত্রা দ্বিতীয়বার হবে। 1957 সালে ব্রিটিশ সংস্থা কলকাতা থেকে দিল্লি হয়ে লন্ডন যাত্রা করেছিল। তবে আচমকা একটি দুর্ঘটনার কারণে এই পরিষেবা বন্ধ হয়ে যায়।

আরো পড়ুন: শুধুমাত্র দান করেই মোটা টা’কা কর বাঁ’চা’তে পারবেন! জানুন উ’পা’য়

আলবার্ট টুরস নামের একটি সংস্থা ডাবল ডেকার বাস পরিষেবা শুরু করেছিল সিডনি থেকে লন্ডন ভায়া ভারতের কোনো শহরে। 1976 সাল পর্যন্ত এই পরিষেবা চলেছিল। তবে ইরানের অন্তর্দ্বন্দ্ব এবং ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতির পর এই পরিষেবাও বন্ধ হয়ে যায়।

এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সকল যাত্রাপথের জন্য আগের পরিষেবাগুলি ব্যাহত হয়েছে সেই যাত্রাপথ বর্জন করা হবে। এবার বাস পরিষেবা চালু হলে কিরঘিস্তান, চীন, থাইল্যান্ড, মায়ানমার হয়ে ফ্রান্স পর্যন্ত যাওয়া যাবে। বাসের পাশাপাশি ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার জন্য থাকবে বিলাস তরী। বাসে মোট কুড়িটি আসন থাকবে। প্রত্যেক যাত্রীর জন্য আলাদা আলাদা কেবিনে খাওয়া-ঘুম সহ সব রকমের সুযোগ-সুবিধার বন্দোবস্ত হয়েছে।