সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুধুমাত্র দান করেই মোটা টা’কা কর বাঁ’চা’তে পারবেন! জানুন উ’পা’য়

দেশের যে সকল নাগরিক নির্দিষ্ট সীমার বেশি রোজগার করেন তাদের উপার্জিত অংশ থেকে কিছু পরিমাণ অর্থ কর বাবদ কেন্দ্রীয় সরকারকে দিতে হয়। স্বভাবতই যে ব্যক্তির উপার্জন যত বেশি তার করের পরিমাণ তত বেশি হয়। তবে জানেন কি বেশ কিছু উপায়ে কিন্তু কর ছাড় মিলতে পারে? সরকারি খাতে বিনিয়োগ করলে কিংবা সঞ্চয় বা স্বাস্থ্য খাতে বিনিয়োগ করলে আপনি কর ছাড় পেতে পারেন।

দেশের যে সকল নাগরিক নির্দিষ্ট সীমার বেশি রোজগার করেন তাদের উপার্জিত অংশ থেকে কিছু পরিমাণ অর্থ কর বাবদ কেন্দ্রীয় সরকারকে দিতে হয়। স্বভাবতই যে ব্যক্তির উপার্জন যত বেশি তার করের পরিমাণ তত বেশি হয়। তবে জানেন কি বেশ কিছু উপায়ে কিন্তু কর ছাড় মিলতে পারে? সরকারি খাতে বিনিয়োগ করলে কিংবা সঞ্চয় বা স্বাস্থ্য খাতে বিনিয়োগ করলে আপনি কর ছাড় পেতে পারেন।

দান-ধ্যান কিংবা জনকল্যাণমূলক প্রকল্পে টাকা বিনিয়োগ করলে মোটা অংকের কর ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের তরফ থেকে ইতিমধ্যেই বেশ কিছু প্রতিষ্ঠানকে করমুক্ত প্রতিষ্ঠান বলে ঘোষণা করা হয়েছে।

কোনও ব্যক্তি যদি কর প্রদানের যোগ্য হন তবে 80 জি ধারার অধীনে কর ছাড়ের দাবি করার জন্য তিনি যোগ্য। অনাবাসী ভারতীয়দের ক্ষেত্রেও এই সুযোগ রয়েছে। 12 এ এর অধীনে আনুষ্ঠানিকভাবে দান করলে কর ছাড়ের সম্ভাবনা রয়েছে। 1961 সালের আয়কর আইন অনুসারে 80 জি জি এ এবং 35 সি ধারার অধীনে কর থেকে অব্যাহতি পাওয়া যায়।

আরো পড়ুন: “ভা’র্জি’নি’টি” বি’ক্রি হ’চ্ছে অনলাইনে, মা’ত্র কয়েক মিনিটে ক’রে দে’বে কুমারী!

স্মাইল ফাউন্ডেশন, অক্ষয় পাত্র ফাউন্ডেশন, গুঞ্জা, শিশুদের বাঁচাও, সালাম বম্বে ফাউন্ডেশন, মহিলা ডাকতা সমিতি, শঙ্করা নেত্রালয়, সিনিয়র সিটিজেন বেঙ্গালুরু, কৈলাস সত্যার্থী চিলড্রেনস ফাউন্ডেশন, অন্নমৃত ফাউন্ডেশনে বিনিয়োগ করা যেতে পারে।

তবে দান করার আগে অবশ্যই এই অর্থ চেক, ডিমান্ড ড্রাফ্ট, অনলাইন ব্যাঙ্কিং, নেট ব্যাঙ্কিং, অথবা ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে হবে। 2000 টাকার বেশি পরিমাণ অর্থের অনুদান নগদে করা যাবে না। কারণ নগদ অর্থ প্রদান করলে কর ছাড় পাবেন না।

আরো পড়ুন: স’ঙ্গী হিসেবে এই ৪ রাশির পুরুষরা সবথেকে সে’রা! জেনে নিন

প্রমাণ হিসেবে স্ট্যাম্পসহ রশিদ রাখতে হবে নিজের কাছে। সংশ্লিষ্ট এনজিওর নাম ,ঠিকানা, প্যান, অর্থ অনুদান কারী ব্যাক্তির নাম, অনুদান হিসেবে প্রাপ্ত অর্থের পরিমাণ সবকিছুর উল্লেখ থাকতে হবে রশিদে।