সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Facebook Reels: কিভাবে ইনকাম করবেন জেনে নিন বিস্তারিত

বর্তমান সময়ে করনার জটিল পরিস্থিতিতে ঘর বদ্ধ মানুষ বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়াকে আকড়ে ধরেছেন। এর একদিকে যেমন খারাপ প্রভাব রয়েছে, তেমনি অন্য দিকে এই সমস্ত সোর্স থেকে মানুষের জীবিকার সন্ধান ও ঘটছে।

তার মধ্যে অন্যতম ফিচার হল ফেসবুক রিল। চিনের টিকটক বন্ধ হয়ে যাওয়ার পর ইন্সটাগ্রাম রিল মানুষের মনে জায়গা তৈরি করে নেয়। তার সাথে পাল্লা দিয়ে ফেসবুক রিল শুরু হয়। এর মাধ্যমে ফেসবুকে ভিডিও তৈরি করে এই ভিডিও শেয়ার করতে পারা যায়।

মার্ক জুকেরবার্গ আন্তর্জাতিক ভাবে একটি ব্লগ পোস্টর মাধ্যমে লঞ্চ করেন ফেসবুক রিল। বিশ্বের ১৫০ টি দেশে Android এবং ios এ ফেসবুক রিল ব্যবহার করা যাবে। তিনি জানিয়েছেন ভিডিও ক্লিপিং টুলের মাধ্যমে ক্রিয়েটর লাইভ এবং লং ভিডিও বানাতে পারবেন।

আরো পড়ুন: ছোট পো’শা’কে রাখি, না’চ’তে গিয়ে বারবার উঁ’কি দি’চ্ছে! ভিডিও ভাইরাল

বলা বাহুল্য এর মাধ্যমে দেশের অথনৈতিক অবস্থায় কিছুটা হলেও দৃঢ়তা আসবে। এর মাধ্যমে ক্রিয়েটাররা বিভিন্ন সংস্থার ব্যান্ড এর সাথে যুক্ত হয়ে প্রোমোশন করতে পারেন এবং বিভিন্ন পন্যের বিজ্ঞাপন দিতে পারেন।

এছাড়াও যারা ভিডিও এর মাধ্যমে পপুলারিটি অর্জন করবেন তাদের সাথে বিভিন্ন মার্কেটিং সংস্থা চুক্তি করতে পারেন। এই সমস্ত উপায়ে এর দ্বারা অথ উপার্জন করা যেতে পারে বলে জুকেরবার্গ জানিয়েছেন।