সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ট্রেনের এই কামরায় ভ্রমণ করলে হবে জ’রি’মা’না, এমনকি জে’লও হতে পারে!

মধ্যবিত্তদের জীবনে কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন পড়লে সবার আগে ট্রেনের কথাই মাথায় আসে। ট্রেনে করে বেশ অনেকটাই দূরে অনায়াসেই পৌঁছে যাওয়া যায়। তাই মোটামুটি সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন।

আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। অনেকেই আছেন যারা নিয়মিত এই ভারতীয় রেলের পরিষেবা নিয়ে থাকেন। আসলে ভারতের বুকে রেললাইনের বিস্তৃতি বিশাল। তাই কম খরচে দেশের এককোনা থেকে অন্য প্রান্তে যেতে সাধারণ মানুষ ব্যবহার করে ভারতীয় রেলকেই।

তবে এই রেলের এমন কিছু নিয়ম আছে, যা না জানলে বড় জরিমানা হতে পারে আপনার। যারা রোজ এই পরিষেবা নিয়ে থাকেন তাদের এগুলো জেনে নেওয়া খুবই জরুরি। আর তাই আজকের এই প্রতিবেদনে এমনই এক নিয়ম আপনাদের জানাবো, যা অমান্য করলে জরিমানা, এমনকি কারাদণ্ড হতে পারে।

রেলের যেকোনো কোচই আমরা ব্যাবহার করতে পড়ি বলে মনে করি রেল মাধ্যমে। কিন্তু এমন কিছু বিশেষ কোচ রয়েছে যেটি ব্যাবহার করা নিষিদ্ধ। আসলে কোনো ব্যক্তি যদি প্যান্ট্রি কারে ভ্রমন করতে গিয়ে ধরা পড়েন তাহলে তার থেকে বড় জরিমানা নেওয়া হবে।

এমনকি ওই ব্যক্তির জেলও হতে পারে। তবে গরম দুধ বা জলের মতো বিশেষ যেকোনো অর্ডারের জন্য প্যান্ট্রি কারে যেতে পারেন। কিন্তু এতে ভ্রমণ করা একেবারেই নিষিদ্ধ। তাই এগুলো জেনে তবেই ট্রেনে ভ্রমণ করুন। কারণ ট্রেনে ভ্রমণ বেশ আরামপ্রিয়। তাই আপনার আনন্দ যাতে না নষ্ট হয় তার জন্যেই এই সাবধানতা।