সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলায় উ’ল্টে গে’লো লোকাল ট্রেন, উত্তেজনা চ’র’মে

ফের দুর্ঘটনা, পশ্চিমবঙ্গে উল্টে গেল লোকাল ট্রেন। স্টেশনে ঢোকার মুখেই লাইনচ্যুত হয় এই লোকাল ট্রেন।

বর্ধমান হাওড়া লোকালের একটি বগি ইয়ার্ড থেকে বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়। সোমবার সকালে বর্ধমান স্টেশনের কারসেডে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

কারসেড থেকে ১০টা ০৫ এর মেন লাইন লোকাল কে প্ল্যাটফর্মে নিয়ে আসার সময় এই দূর্ঘটনা ঘটেছে। ট্রেনের মাঝের একটি বগি লাইনচ্যুত হয়।

আরো পড়ুন: এই হোটেলে নেই কো’নো এসি! তবুও কেন বিশ্বের তাবড় নেতাদের বৈ’ঠ’ক এই হোটেলেই হ’য়ে থা’কে?

যদিও ট্রেনটি ফাঁকা থাকায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। রেল কর্মীরা ট্রেনটিকে লাইন থেকে তোলার চেষ্টা চালাচ্ছে।

রেল সূত্রে খবর, কি কারণে বগি লাইনচ্যুত হয়েছে সেটা পরীক্ষা ও পর্যবেক্ষণের পরই জানা যাবে। তবে প্রাথমিকভাবে রেলওয়ে ট্র্যাকের রক্ষণাবেক্ষণে গলদ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। সিগন্যালিং এর বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গেছে।