সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পঞ্চায়েত ভোটের আগেই গো’টা গ্রাম তৃণমূল ছে’ড়ে নাম লেখালেন BJP-তে! ব্যাপারটা কি?

বাংলায় পঞ্চায়েত ভোট যত এগোচ্ছে রাজনৈতিক দলগুলি ততই সাধারণ নাগরিকদের নিজদের প্রতি আকৃষ্ট করতে,নতুন নতুন উদ্যোগ নিচ্ছে।জোর কদমে চলছে ভোটের ময়দানে নিজেদের মজবুত করার প্রস্তুতি। এই আবহেই রাজ্যের শাসক দলের জন্যে দুসংবাদ।

বাঁকুড়ার জঙ্গলমহলের এক আস্ত গ্রাম তৃণমূল কংগ্রেস ছেড়ে নাম লেখালো গেরুয়া শিবিরে। গ্রামটির নাম শালবনি। এটি আদিবাসীদের গ্রাম। গ্রামটি বাঁকুড়ার রাইপুর ব্লকের ঢেকো গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই গ্রামটিতে একচ্ছত্র আধিপত্য ছিল মমতার সরকারের।

এরপর ২০২১ এর বিধানসভা নির্বাচনে বাঁকুড়ায় বিজেপি ছাপ ফেলতে সক্ষম হলেও জয়লাভ করতে পারেনি। কিন্তু এবার মোড় ঘুরল বিজেপির দিকে। স্থানীয় বিজেপি নেতা বিবেকানন্দ পাত্রর নেতৃত্বে গ্রামবাসীরা বিজেপিতে যোগদান করে।

আরো খবর: আরো একটি বিশেষ সন্মান পেলেন বিজনেস টাইকুন রতন টাটা, দেশবাসী হিসেবে গর্ব হবে আপনার

গ্রামবাসীরা জানিয়েছে তারা বহুদিন ধরে তৃণমূলকে এই গ্রামে জিতিয়েও কোন ফল পাননি। গ্রামের কোনো উন্নয়নই হয়নি। তাই তারা বিজেপিকে বেছে নিয়েছে। গ্রামের বিজেপির নেতৃত্ব জানিয়েছে, তৃণমূলের চুরি-জোচ্চুরি সবাই এখন বুঝতে পারছে।

অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘটনার তদন্ত করার কথা জানিয়েছে। তারা বলেছেন গ্রামবাসীদের সাথে আলোচনা করে তাদের ফের তৃণমূলে ফেরানোর চেষ্টা করা হবে।