সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গত ২ মাসে বিয়ার বি’ক্রি করেই ৪০০ কো’টি আয় রাজ্যের, গড়লো ন’য়া রেকর্ড

করোনাকালে বিয়ার বিক্রি করে রেকর্ড হারে উপার্জন করেছিল রাজ্য। গত দুই মাসে গরমের সময় বিয়ার বিক্রিতে সর্বকালের রেকর্ড করে ফেলল রাজ্য। অত্যধিক গরমে দিনে প্রায় কুড়ি লক্ষ বাক্স বিয়ার বিক্রি হয়েছে বলে জানা যাচ্ছে।

রাজ্যে প্রতিদিন 10 লক্ষ বাক্স বিয়ার বিক্রি হয়। সেই জায়গায় এইবার বিক্রি হয়েছে দ্বিগুণ। দুমাসে বিয়ার বিক্রি করে রাজ্য সরকারের প্রায় 400 কোটি টাকা আয় হয়েছে বলে জানা যাচ্ছে।

চার বছরে বিয়ার বিক্রি করে এত মুনাফা রাজ্যের কোষাগারে আসেনি বলে জানাচ্ছেন সরকারি আধিকারিকরা। 2019 সালে বিয়ার বিক্রি বেশি থাকলেও এত বিপুল অঙ্কের টাকা রাজ্যের ঘরে এসে পৌঁছায়নি।

আরো পড়ুন: আজ চন্দ্রগ্রহণ, দেখা যাবে কি ভারত থেকে?

এর পেছনে গরম দায়ী বলে মনে করা হচ্ছে। সম্প্রতি রাজ্যে বিয়ার সংকট দেখা দিয়েছিল। বর্তমানে সেই সংকট কিছুটা হলেও মেটানো সম্ভব হয়েছে। চাহিদার তুলনায় এখন যোগান অনেকটাই কম।

সরকারের তরফ থেকে জানানো হয়েছে সংকট এড়াতে রাজ্যে বিয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিট উৎপাদনের ক্ষমতা বাড়ানো হচ্ছে। রাজ্যে একাধিক ডোমেস্টিক বিয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে।

এপ্রিল মাসেও একটি সংস্থা ম্যানুফ্যাকচারিং ইউনিট করেছে বলে জানা যাচ্ছে। এপ্রিল মাসের তীব্র দাবদাহে ওষ্ঠাগত মানুষ দিনের শেষে সন্ধ্যায় নিজেকে বিয়ারের নেশায় ডুবিয়ে রাখতে চেয়েছেন।

ক্রমাগত এই চাহিদা বাড়তে থেকেছে। 2021 সালে সব থেকে বেশি মদ বিক্রি করেছিল আবগারি দপ্তর। এর মধ্যে বেশি মদ বিক্রি করে আয় হয়েছিল সবথেকে বেশি। এবার বিয়ার বিক্রির নিরিখে রেকর্ড গড়লো রাজ্য।