সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিয়ালদহ থেকে সবথেকে কম দূ’র’ত্বে ছু’ট’বে বন্দে ভারত, ব’ড়ো ভাবনা রেলের

পরিবহন ব্যবস্থার কথা যদি বলা যায় তাহলে দেখা যাবে সেখানে আমূল পরিবর্তন করেছে। ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, যেখানে ঢেলে সাজাচ্ছে মোদি সরকার। দেশের বিভিন্ন ক্ষেত্রে কম বেশি পরিবর্তন লক্ষ্য করা গেলেও গণপরিবহনের ক্ষেত্রে সেটা যেন কয়েক গুণ বেশি।

ইতিমধ্যেই ভারতের ১৪ খানা বন্দে ভারত এক্সপ্রেস দৌড়াচ্ছে, এরমধ্যে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস এর খবর সামনে এসেছে। তবে সেটা বন্দে ভারত নয়, বন্দে মেট্রো।

তবে এখানে কোনো মেট্রোর পরিষেবা থাকবে না, আসলে কম দূরত্বে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরকে জুড়বে এই বন্দে মেট্রো পরিষেবা। এই বন্দে মেট্রো কিন্তু বন্দে ভারতের থেকে অনেকটাই আলাদা হতে চলেছে।

আরো খবর: বন্দে ভারত হিট হওয়ার পর এবার বুলেট ট্রেন ছু’ট’বে! কোন রু’টে দৌঁ’ড়া’বে? জেনে নিন

এই বিষয় নিয়ে আলোচনা অনেক দিন থেকেই চলছিল যেটা এবার বাস্তবায়িত হতে চলেছে। সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রী অস্বীনী বৈষ্ণব এ বিষয় নিয়ে বলেছেন, কম দূরত্বের দুটি গুরুত্বপূর্ণ শহরকে জুড়তে চলেছে এই বন্দে মেট্রো।

১০০ কিমির থেকে কম দূরত্বের শহরের মধ্যে যোগাযোগ স্হাপন করবে এই বন্দে মেট্রো। এক কথায় দ্রুতগামী লোকাল ট্রেনের মত কাজ করবে এই বন্দে মেট্রো। যার ফলে দিনে ৪-৫ বার যাতায়াত করতে পারবে এই ট্রেন খুব সহজেই। যত সম্ভব শিয়ালদহ থেকে কৃষ্ণনগর এই বন্দে মেট্রো ছুটবে।