Home আবহাওয়া উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থা’ক’বে? রোদ উঠবে না ভারী বৃষ্টির পূর্বাভাস?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থা’ক’বে? রোদ উঠবে না ভারী বৃষ্টির পূর্বাভাস?

মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে আগামীকাল অর্থাৎ বুধবার থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগ জনক হতে চলেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তার সঙ্গে শিলাবৃষ্টি এবং দমকা ঝড়ের সম্ভাবনা। যদিও শুক্রবার থেকে আবহাওয়ার বড় বদল হতে পারে বাড়বে তাপমাত্রা।

মঙ্গলবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে শুক্রবার থেকে। জানা গিয়েছে পূর্ব বাংলাদেশে একটি ঘুনাবর্ত তৈরি হয়েছে এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়েছে রাজ্যে।

মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ বেশ কয়েকটি জেলায়।

আরো খবর: ক্ষমতায় ফিরলেই বজরং দলকে নি’ষি’দ্ধ ঘোষণা ক’রা হবে, নির্বাচনী প্রতিশ্রুতি কংগ্রেসের

৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে! বুধবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়! এদিকে আগামীকাল থেকে আকাশ মেঘলা থাকবে! যদিও শুক্রবার থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

মঙ্গলবার সকালে কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০° ও ২৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ৫ ডিগ্রি সেলসিয়াস নিচে ছিল। বাতাসে আপেক্ষিক আদ্রতা ছিল প্রচুর বেশি। তবে উপকূলবর্তী জেলাগুলিতে গরমের তীব্রতা কিছুটা বেশি ছিল।