সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজ চন্দ্রগ্রহণ, দেখা যাবে কি ভারত থেকে?

বিশ্বের বিভিন্ন জায়গা থেকে চলতি বছরে মোট দুটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যেতে চলেছে। 15 ই মে থেকে 16 ই মে প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে। এছাড়াও ব্লাড মুন দেখার সুযোগ মিলবে আগামী 8 নভেম্বর।

সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবী এসে সূর্য থেকে চাঁদের উপর পড়তে বাধা দিলে পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটে। এই সময় চাঁদ পৃথিবীর ছায়া সবথেকে অন্ধকার অংশ আমব্রারের মধ্যে পড়ে।

পূর্ণ চন্দ্রগ্রহণ ছাড়াও আংশিক চন্দ্রগ্রহণ এবং অপেক্ষাকৃত বিরল চন্দ্রগ্রহণের মধ্যে কেন্দ্রীয় চন্দ্রগ্রহণ রয়েছে। যদিও এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না বলে জানা যাচ্ছে।

আরো পড়ুন: হার্ট অ্যা’টা’ক হওয়ার আ’গে এই সিগন্যাল গুলি দিয়ে থাকে আপনার শরীর

ভারতীয় সময় অনুসারে 16 মে সকাল 7টা 2 মিনিট থেকে দুপুর 12 টা কুড়ি মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ স্থায়ী হবে। ভারতের আকাশে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তবে নাসা তাদের ইউটিউব চ্যানেলে এই চন্দ্রগ্রহণের লাইভ স্ট্রিমিং দেখাবে।

নাসার ওয়েবসাইটে জানানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাংশ এবং দক্ষিণ আমেরিকার সর্বত্র এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। আফ্রিকার বেশিরভাগ অংশ, পশ্চিম ইউরোপ, মধ্য এবং দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকার অনেকাংশে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে।

রোম, নিউইয়র্ক, ব্রাসেলস, গুয়েতমালা সিটি, লন্ডন, লস এঞ্জেলস, প্যারিস, রিও ডি জেনেরিও, হাভানা, শিকাগো, জোহানেসবার্গ, মেক্সিকো সিটি, লাগোস, ডেট্রয়েট, মাদ্রিদ, সানফ্রান্সিসকো, সান্তিয়াগো, ওয়াশিংটন ডিসি, লিসবনে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে।

অন্যদিকে আঙ্কারা, বুদাপেস্ট, কায়রো, এথেন্স, হনুলুলুতে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানা যাচ্ছে। এই বছর প্রথম বার গ্রহণ দেখা গিয়েছিল 30 এপ্রিল। সেটি ছিল আংশিক সূর্যগ্রহণ। চন্দ্রগ্রহণের দুই সপ্তাহ আগে বা পরে সূর্যগ্রহণ হয়ে থাকে।