সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঝ’ক্কি কমলো অনেকটাই, এবার বাড়িতে বসেই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়া যা’বে!

ড্রাইভিং লাইসেন্স বানানোর যে ঝক্কি , সেটা এবার আর নেই বললেই চলে। কারণ একটা সময় আর টি ও অফিসে গিয়ে পরীক্ষা দিতে হত, কিন্তু সেটাই এখন দেওয়া যাবে বাড়িতে বসেই। শুনে বিশ্বাস হচ্ছে না জানি, কিন্তু এটাই সত্যি।

এবার পরিবহণ দপ্তরের তরফ থেকে এমন ধরনের সিদ্ধান্তই নেওয়া হয়েছে। তবে হ্যা লিখিত পরীক্ষায় পাশ করার পর গাড়ি চালিয়ে ট্রায়াল দিতে হবে আবেদনকারীদের। সেখানেই পাশ করলেই মিলবে লাইসেন্স।

পরিবহণ দপ্তর সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, সমস্ত কিছুই অনলাইনে করার কথা ভাবা হচ্ছে। এর জন্য দরকার পরবে পরিকাঠামো। তাই রাজ্য গুলোতেও কাজ এগোচ্ছে। ইতি মধ্যেই ড্রাইভিং লাইসেন্সের যে লিখিত পরীক্ষা হয়, সেখানেই গাড়ি চালানো সংক্রান্ত ভিডিও দেখানো হয়েছে।

আরো পড়ুন: Air India হটাৎ করে কর্মীদের সরকারি আবাসন খা’লি করার নি’র্দে’শ দিলো, কিন্তু কেন?

১২ মিনিটের একটি ভিডিও, সেটা দেখে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। ভিডিওটি চাইলেও স্কিপ করতে পারবে না পরীক্ষার্থীরা। পরীক্ষার সময় থাকবে ৫ মিনিটের। সেখানেই নাকি দেখানো হবে গাড়ী চালানোর সমস্ত নিয়ম কানুন।

সিগন্যাল মানা, তাঁর সাথে গাড়ির গতি নিয়ন্ত্রণ সমস্ত বিষয় কাভার করা রয়েছে ভিডিওটিতে। এটাই গাড়ি চালানোর প্রাথমিক একটা পাঠ। এখনও অবশ্য নিয়মের সেই বদল ঘটে নি, আর টি ও অফিসে গিয়েই পরীক্ষা দিতে হচ্ছে, আবার সেই ১২ মিনিটের ভিডিও দেখতে হচ্ছে।

কিন্তু সেই কারণে আর টি ও অফিসে দারুণ ভিড় জমে যাচ্ছে। তাই আধিকারিকরা জানাচ্ছেন, তাড়াতাড়ি পরীক্ষা নেওয়ার জন্য যাতে আবেদনকারীরা বাড়িতে বসেই সেই পরীক্ষা দিতে পারে সেই চেষ্টা চলছে।

তবে তাঁর জন্য দরকার পরিকাঠামো, সেটা তৈরী হয়ে গেলেই সমস্ত কিছু করা সম্ভব হবে। এখন গাড়ি সংক্রান্ত সমস্ত কিছুই অনলাইনে করার কথা ভাবা হচ্ছে, সেটা গাড়ির ট্যাক্স, পারমিট ফি, সমস্ত কিছুই, তবে সব কিছু ঠিক থাকলে লাইসেন্সের পরীক্ষাটাও হবে অনলাইনে তাও বাড়িতে বসেই, এমনটাই শোনা যাচ্ছে।।