সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সবথেকে বে’শি মাইলেজ দেওয়া ন’তু’ন মডেলের গা’ড়ি নিয়ে এলো MARUTI

মারুটি সুজুকি দেশের সর্বাধিক বিক্রিত গাড়ি। প্রতিবছরের মতো দিওয়ালির সময় আকর্ষণীয় অফার দিচ্ছে মারুতি সুজুকি কোম্পানি। দীপাবলির সময় বাজারে মারুটি সুজুকি নিয়ে এসেছে নতুন একটি গাড়িও। কোম্পানির দাবি, পেট্রোপণ্যের এই বাজারে এই গাড়ি সবথেকে বেশি মাইলেজ দেওয়া গাড়ি হতে চলেছে। আপনি যদি এই গাড়ি বুক করতে চান তাহলে দেরি না করে এখনি প্রস্তুত হয়ে নিন।

এই নতুন গাড়িটি মাত্র ১১ হাজার টাকায় বুকিং করতে পারবেন আপনি। এই গাড়ির মধ্যে এমন কিছু ফিচার রয়েছে যা দেখে আপনি হতবাক হয়ে যাবেন। এর আগে কোন ব্র্যান্ডের গাড়িতে এমন কোন ফিচার ছিল না। শুধুমাত্র ফিচার নয়, এই গাড়িতে দেওয়া হয়েছে নতুন লুক, যা ভীষণভাবে আকর্ষণীয়। এদিকে সোয়েটব্যাক হেড ল্যাম্প দেওয়া হয়েছে যেটি ফগ ল্যাম্পের নিচের ভাগে রাখা হয়েছে। পিছন থেকে স্ট্রাকচারের কিছুটা বদলানো হয়েছে।

Maruti Suzuki all-new Celerio bookings open. Booking price and other  details here

নতুন ড্যাশবোর্ড ছাড়াও গাড়ি ইন্টেরিয়ার লুকে এসেছে নতুন পরিবর্তন। এই সবকিছু মিলিয়ে গ্রাহকদের এই গাড়ি ভীষণভাবে পছন্দ হবে বলেই মনে করছেন কোম্পানির কর্তারা। এবার আসি মাইলেজের কথায়। এই গাড়ি সবথেকে বেশি মাইলেজ দেবে বলে জানা গেছে। নিউ জেনারেশন কে সিরিজ ডুয়েল ইঞ্জিন থাকার কারণে এই গাড়ি মাইলেজ বেশি দিতে পারবে। ইঞ্জিন থাকার কারণে গাড়ি যখন দাঁড় করানো হবে তখন অটোমেটিক ইঞ্জিন বন্ধ হয়ে যাবে।

মারুতি সুজুকির চীফ জেনারেল অফিসার সিভি রমন জানিয়েছেন, এটি ভারতের সবথেকে জ্বালানি সাশ্রয় গাড়ি গাড়ি হতে চলেছে। মারুতি সেলেরিওতে ১ লিটার এবং ১.২ লিটার ইঞ্জিন অপশনে আসবে। গাড়িটি ৫ স্পিড ম্যানুয়াল এবং ৫ স্পিড অটোমেটিক ট্রানসমিশন অপশনে পাওয়া যাবে। সেলেরিওকে বাজার হুন্ডাই স্যান্ট্রো, ডাটসন গো এবং টাটা টিয়াগোর সঙ্গে লড়তে হবে। বর্তমানে সেলেরিও-র দাম ৪.৬৫ লাখ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত হবে।