সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাচ্চাদের স্কুল খু’লে যা’চ্ছে বাংলায়

রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি করোনা আবহে প্রায় বছর দুয়েক সময় ধরে বন্ধ রয়েছে। সম্প্রতি গত নভেম্বরে কয়েকদিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও আবারো সংক্রমনের বাড়বাড়ন্ত পরিস্থিতি দেখে তা বন্ধ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে নবান্ন। কিন্তু ক্রমাগত জিম, মদের দোকান,রেস্তোরাঁ প্রভৃতি খোলা থাকা সত্ত্বেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা নিয়ে প্রতিবাদ চালাচ্ছেন নেটিজেনরা।

এবার বাচ্চাদের স্কুল খোলা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এবার নতুন প্রকল্প ‘পাড়ায় শিক্ষালয়’ চালু করতে চলেছে। এই প্রকল্প অনুসারে খোলা জায়গায় ছাত্রদের ক্লাস নেবেন শিক্ষকরা। সোমবার এই প্রকল্পের ঘোষণা করবেন শিক্ষা মন্ত্রী।

উল্লেখ্য, শিক্ষা দপ্তরের তরফ থেকে চিঠি পাওয়ার পরই রাজ্যের করোনা বিষয়ক বিশেষজ্ঞ কমিটির সঙ্গে কথা বলতে চলেছেন মুখ্য সচিব। তারপরেই পড়ুয়াদের স্বার্থের কথা মাথায় রেখে স্কুল খোলার ব্যাপারে চিন্তাভাবনা করা হবে। বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটাই হাতের বাইরে।এই পরিপ্রেক্ষিতে স্কুল খোলা আদৌ উচিত হবে কিনা তা নিয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে। যদিও এই সময়ে যাতে স্কুল না খোলা হয় তা নিয়ে ইতিমধ্যেই অভিভাবকদের একটা বড় অংশ সোশ্যাল মিডিয়ায় জনমত সংগ্রহে সামিল হয়েছেন।