Home দেশ আরো একটি বিশেষ সন্মান পেলেন বিজনেস টাইকুন রতন টাটা, দেশবাসী হিসেবে গর্ব...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আরো একটি বিশেষ সন্মান পেলেন বিজনেস টাইকুন রতন টাটা, দেশবাসী হিসেবে গর্ব হবে আপনার

দেশের জীবন্ত কিংবদন্তি রতন টাটা। টাটা সন্স সংস্থার চেয়ারম্যান রতন টাটা ইতিমধ্যেই তার জীবনের ৮৫ বছর অতিক্রম করে ফেলেছেন। বর্তমানে দেশজুড়ে তাঁর অগণিত ভক্ত রয়েছে সোশ্যাল মিডিয়াতে। সফল শিল্পপতি হওয়া ছাড়াও, তাঁর মানবিক দিকটাও আজ কারও অজানা নয়।

মানুষের কল্যাণে, ভারতের উন্নতিতে তার অবদানের অন্ত নেই। তাইতো তাঁকে ভালবাসেন অজস্র সাধারণ মানুষ। সম্প্রতি কলকাতার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি নিজেদের সমাবর্তন অনুষ্ঠানে রতন টাটাকে আমন্ত্রণ জানিয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি উপস্থিত হন সেই অনুষ্ঠানে।

সেখানেই ইউনিভার্সিটি তরফে তাকে সাম্মানিক ডক্টরেট উপাধি দেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় সাম্মানিক ডক্টরেট রতন টাটার হাতে তুলে দেন। ফলে তার সাফল্যের মুকুটে যুক্ত হল নতুন একটি পালক।

আরো খবর: পৃথিবীর দিকে তী’ব্র গতিতে ধে’য়ে আসছে গ্রহাণু! ঘন্টায় গতিবেগ প্রায় ৩৫ হাজার কিমি!

সম্প্রতি অস্ট্রেলিয়া সরকারও তাকে ওই দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে। এছাড়া আরও কয়েকজন বিশেষ ব্যাক্তিদের হাতে তুলে দেওয়া হয় সাম্মানিক ডক্টরেট।

এনার হলেন সরোদ বাদক ওস্তাদ আমজাদ আলী খান;বন্ধন ব্যাংকের এমডি এবং সিইও চন্দ্রশেখর ঘোষ;লেখক, ঔপন্যাসিক ও গবেষক মণি শঙ্কর মুখার্জি; ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের পরিচালক সংঘমিত্রা বন্দোপাধ্যায়; বিশিষ্ট লেখক, অনুবাদক, সাংবাদিক ও সমাজকর্মী মার্টিন ক্যাম্পচেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় সাম্মানিক ডক্টরেটটি সকলকে প্রদান করেন।