সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পৃথিবীর দিকে তী’ব্র গতিতে ধে’য়ে আসছে গ্রহাণু! ঘন্টায় গতিবেগ প্রায় ৩৫ হাজার কিমি!

আবার সেই গ্রহাণুর আক্রমণ পৃথিবীর ওপরে। আর সেই কারণেই নাসার তরফ থেকে সতর্ক বার্তা জারি করা হল। নাসার সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে সেটা হল পৃথিবীর খুব কাছে চলে আসার সম্ভাবনা রয়েছে গ্রহাণুটির।

এই গ্রহাণুর নাম রাখা হয়েছে অ্যাস্টেরয়েড ২০২৩ জেডি। এই গ্রহাণুর গতিবেগ নাকি ৩৫ হাজার কিলোমিটার প্রতি ঘন্টায়। এটা নতুন কিছুই নয়, এর আগেও বহু গ্রহাণু পৃথিবীর একেবারে কানের কাছ দিয়ে বেড়িয়ে গেছে।

ইতিমধ্যেই নাসা টেকনোলজিকে ব্যবহার করে গ্রহাণুর পথ অনুমান করেছে। অবশ্য বেশীরভাগ পৃথিবী মুখো গ্রহাণুর আছড়ে পরার সম্ভাবনা কম থাকে। কিন্তু তাও বলা যায় না।

আরো খবর: বি’য়ে’র আসরেই হঠাৎ চেঁ’চি’য়ে উঠলেন কনে! কেন এমন করলেন টেট উত্তীর্ণ নববধূ?

এবারের গ্রহাণুর ক্ষেত্রে তেমনটা নাও হতে পারে। কারণ পৃথিবীর এত কাছ দিয়ে যাবে , সেটা যখন তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে চলে আসতে পারে।

৫২ ফুট দৈর্ঘ্যের এই গ্রহাণু যদি পৃথিবীতে আছড়ে পরে তাহলে কি যে হতেপারে সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। তাই এই গ্রহাণুর ওপরে আলাদা নজর রাখবে বিজ্ঞানীরা।