সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Gaana-কে বয়কটের ডা’ক নেটিজেনদের, App-এ মি’লে’ছে “সর তান সে জু’দা” গান

উদয়পুরের নৃশংস হত্যাকাণ্ডের জের এখনো টাটকা। গোটা দেশ তোলপাড় করে দিয়েছিল এই ঘটনা। এবার জনপ্রিয় গানা অ্যাপের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। এখানে এমন কিছু গান শোনা যাচ্ছে, যা কার্যত হিংসাকে প্ররোচনা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে এই অ্যাপ্লিকেশন বয়কটের ডাক উঠেছে।

গানা অ্যাপ্লিকেশনে এমন একটি গান রয়েছে যেখানে ‘গুস্তাকি নবী কি এক হি সাজ, সার তান সে জুদা’গানটি শোনা যাচ্ছে। এই গানের মাধ্যমে শিরচ্ছেদকে প্রচার করা হচ্ছে বলে দাবি করছেন নেটিজেনরা। এই গান কার্য তো দেশের সম্প্রীতি সৌভ্রাতৃত্বের পরিবেশ নষ্ট করে দিতে পারে।

এই ধরনের অ্যাপ্লিকেশনে এমন ধরনের গান অবিলম্বে বন্ধ হওয়া উচিত করা হবে বলে দাবি করছেন নেটিজেনরা। এমনিতেই দেশের বিভিন্ন জায়গাতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

তার উপরে আবার youtube and music, apple মিউজিক, গানা, হাঙ্গামা, উইঙ্ক এর মত প্ল্যাটফর্ম গুলিতে এই ধরনের গান হামেশা পাওয়া যাচ্ছে।

অবিলম্বে এই গানগুলোকে দ্রুত সরিয়ে নেওয়ার দাবি উঠছে। এক নির্মাতাদের সোশ্যাল মিডিয়ার তরফ থেকে অভিযোগ পাঠানো হয়েছে।

এই সমস্যা সমাধান না হলে এক বয়কটের দাবি জানিয়েছেন নেটিজেনরা। যাদের ফোনে এই অ্যাপ্লিকেশন আছে তাদের অবিলম্বে এপ্লিকেশনটি ডিলিট করে ফেলার অনুরোধ করা হয়েছে।