সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’য়ে’র আসরেই হঠাৎ চেঁ’চি’য়ে উঠলেন কনে! কেন এমন করলেন টেট উত্তীর্ণ নববধূ?

নিয়োগ দুর্নীতির ফলে মেলেনি চাকরি। ২০১৪ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েও এখনও বেকার। নিয়োগের দাবিতে বছরের পর বছর,রোদে পুড়ে জলে ভিজে ধরনায় বসেও কোন লাভ হয়নি। যোগ্য হয়েও তিনি আজ বঞ্চিত। তাইতো নিজের বিয়ের আসর থেকেও তুললেন নিয়োগের দাবি।

ঘটনাটি ঘটেছে গত ৬ মে, বর্ধমানের ভাতার এলাকায়। সেখানে বসেছিল অভয়া নামক এক বঞ্চিত চাকরি প্রার্থীর বিয়ের আসর।তিনি ২০১৪ সালে প্রাইমারি টেট উত্তীর্ণ হন । ডিএলএডএ প্রশিক্ষণও রয়েছে তার।

যোগ্য হয়েও চাকরি না পাওয়ার হতাশা তাকে কুড়ে কুড়ে শেষ করছিল। তাইতো ছাদনা তলা থেকেও নিয়োগের দাবিতে স্লোগানিং করলেন তিনি। ভাইরাল হওয়া এই ভিডিও দেখে মুগ্ধ সোশ্যাল মিডিয়া।

আরো খবর: আজ শুক্রবার, ঠাকুরের কৃ’পা’য় দিনটি কেমন কা’ট’বে আপনার জেনে নিন (12.05.2023)

অভয়া বলেন, ” আমার জীবনের সবথেকে খুশির দিন ছিল। কিন্তু ওই দিনও আমি শান্তিতে ছিলাম না। এত বছর ধরে যে দাবি তুলে আসছি, ওই দিনও সেই স্লোগানই মুখে চলে আসে।


বাকিরা স্লোগান দিতে অনেক বারণ করছিল। কিন্তু আমার মন মনে নি।বারবার মনে হচ্ছিল আজ কেন নয়! তাই আমিই প্রথম স্লোগান তুলতে শুরু করি । বন্ধুরাও কিছুক্ষণ পরে আমার সঙ্গে গলা মেলায়।”