সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিএড পাশ করা প্রার্থীরাও চলতি টেটে অংশ নি’তে পারবেন, নি’র্দে’শ জাস্টিস গঙ্গোপাধ্যায়ের

২০২২ সালের মাঝামাঝি সময়ে প্রাথমিক স্কুলগুলিতে প্রায় ১১ হাজার শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করে পর্ষদ। ২৯ সেপ্টেম্বর এর নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় ডিএলএড পাশ করা পড়ুয়াদের পাশাপাশি প্রশিক্ষণরতরাও এই পরীক্ষায় বসতে পারবেন। বিএড প্রশিক্ষণ নেওয়া থাকলেও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

কিন্তু বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রায় দেয় যে প্রশিক্ষণরতরা নন, শুধুমাত্র যাঁরা প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন একমাত্র তারাই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। এরপর ২০২২ সালের ১১ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষাটি হয়েছিল।

২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল এই পরীক্ষার রেজাল্ট। তবে ইন্টারভিউ কবে হবে সেটা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না এখনই। নিয়োগ দুর্নীতিতে বহিষ্কৃত শিক্ষকদের শূন্য স্থানে এখনও পূরণ করা যায়নি।  সেই নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত, ইন্টারিউয়ের প্রক্রিয়া শুরু হবে কিনা সে বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

ডিএলএড প্রশিক্ষণ শুধুমাত্র প্রাথমিক স্কুলের জন্য প্রযোজ্য। কিন্তু চলতি নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষায় বসার জন্য অনেকে বিএড সম্পূর্ণ করে আবার ডিএলএড-এর প্রশিক্ষণ নিতে ভর্তি হন এবং ডিএলএড যোগ্যতায় আবেদন করেন। কিন্তু আদালতের রায়ের ফলে তারা বঞ্চনার শিকার হন।

আরো খবর: আপাতত দিল্লিই হবে অনুব্রতর বাড়িঘর! কেষ্টর ঘুম উ’ড়ি’য়ে দিলো ED!

এই মর্মে মৃন্ময় সরকার-সহ ৫০ জন চাকরিপ্রার্থী কলকাতা হাই কোর্টে মামলা করেন। তাঁদের আইনজীবী ফিরদৌস শামিম আদালতকে জানান যে,” আবেদনের সময়েই যদি বলা হত ডিএলএড প্রশিক্ষণ সম্পূর্ণ না হলে আবেদন করা যাবে না, তবে এই চাকরিপ্রার্থীরা বিএড দেখিয়ে আবেদন করতে পারতেন। পর্ষদের এই ত্রুটির কারণে অনেক প্রার্থী এখন অথৈ জলে পড়েছেন।”

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিলেন এই প্রার্থীদের দিকেই। আজ সোমবার তিনি নির্দেশ দিয়েছেন গত বছরের ২৯ সেপ্টেম্বরের আগে যে সব চাকরিপ্রার্থী বিএড প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে, তারা চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

এদের জন্য ‘পোর্টাল’ আরও কিছু দিন খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যারা আগে আবেদন করেছিলেন, একমাত্র তাঁরাই চলতি টেটে অংশ নিতে পারবেন, নতুন করে আর কোন আবেদন করা যাবে না । আগামী ১২ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে ।