সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপাতত দিল্লিই হবে অনুব্রতর বাড়িঘর! কেষ্টর ঘুম উ’ড়ি’য়ে দিলো ED!

গরুপাচার (Cow Smuggling Case) মামলায় সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) । তারপর থেকেই তিনি রয়েছেন শ্রীঘরে।
গত ৭ মার্চ তাকে আসানসোল থেকে দিল্লি নিয়ে যায় ইডি। তখন থেকে দিল্লির তিহাড় জেলেই থাকতে হচ্ছে ‘বীরভূমের বাঘ’কে।

দিল্লি হাইকোর্টে বার বার জামিনের আবেদন করেছেন অনুব্রতর আইনজীবী।কিন্তু আখেরে কোনো লাভ হচ্ছে না। বিচারপতি জানিয়েছেন,”অনুব্রত যে কারণে জামিন চাইছেন তা যথাযথ নয়। ” তাই তাকে জামিন দেওয়া হচ্ছে না। সোমবার আবার অনুব্রতকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয়।

তখন অনুব্রত আইনজীবী, অনুব্রতকে আসানসোল জেলে পাঠাতে চেয়ে আদালতে আবেদন করেন। এই দাবিকে কটাক্ষ করে ইডি-র আইনজীবী বলেন, “আগামী অন্তত চার থেকে পাঁচ বছর তিহাড় জেলকেই নিজের ঘরবাড়ি মনে করতে হবে অনুব্রতকে৷ ” আপাতত যে আদালতের হাত থেকে রেহাই পাবেননা অনুব্রত এমনটাই ইঙ্গিত করেন তিনি।

আরো খবর: দেখে শুনেই কি বি’য়ে করার ইচ্ছে? এই ৫ মহিলাদের থেকে দূ’রে থাকাই ভা’লো!

অনুব্রতর কন্যাকেও দিল্লিতে ডেকে পাঠিয়েছে ইডি। গরুপাচার মামলা এবং এত বিপুল সম্পত্তির হিসেব চেয়ে সুকন্যাকে দফায় দফায় জেরা করছেন ইডি আধিকারিকরা।এইসব প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। কান্নায় ভেঙে পড়েন সুকন্যা।

ইডি অফিসারদের উদ্দেশে তিনি বলেন, ”‌আমি কিছু জানিনা। ব্যবসা সংক্রান্ত কোনও খবর আমি দিতে পারব না। আমি বাবার সঙ্গে কথা বলতে চাই।” সূত্রে খবর, কোথা থেকে এলো অনুব্রত ও সুকন্যার এত সম্পত্তি, সে বিষয়ে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করবে ইডি।