সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতীয় বিজ্ঞানীদের বি’রা’ট চ’ম’ক, খুব তাড়াতাড়ি দেশ পে’তে চ’লে’ছে বি’শ্বে’র ব’ড়ো কৃত্রিম নদী

ভারত এমন একটা দেশ যেখানে ঈশ্বরের আশীর্বাদে খাদ্য, জল ইত্যাদি কোনোকিছুর অভাব নেই। কিন্তু বর্তমানে ভারতের ভবিষ্যত প্রজন্ম সমস্যার সম্মুখীন হতে চলেছে বিভিন্ন বিদেশি ষড়যন্ত্র ও ভারতীয়দের সচেতনতার অভাবে। ভারতে দিন দিন যেভাবে অকারণে জলের অপচয় হচ্ছে , এভাবে চলতে থাকলে সেদিন আর দূরে নেই যখন জলের জন্য গৃহ যুদ্ধ শুরু হবে।

এমনিতেই বড় বড় শহরগুলির পরিস্থিতি এমন যে পানীয় জল না কিনলে উপায় নেই। আর বিদেশি কোম্পানিগুলি সেই সুযোগ নিয়ে ব্যাপকভাবে লুট চালাচ্ছে। যুগ যুগ ধরে ভারতের যে নদী বয়ে চলেছে সেগুলিও ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু হয়েছে। এর জন্য অবশ্যই কোনো না কোনোভাবে মানুষই দায়ী। ভারতের ইতিহাস দেখলে বোঝা যায়, সচেতনতার অভাবে ইতিমধ্যে ভারতের অনেক নদী আজ বিলুপ্তির পথে, যার মধ্যে সরস্বতী নদীর নামও আসে।

অবশ্য কেন্দ্র সরকার নদীগুলিকে রক্ষার জন্য বেশকিছু প্রকল্প চালু করেছে। একই সাথে সরকার এও সিদ্ধান্ত নিয়েছে যাতে দেশের বড় নদীগুলিকে জুড়ে দিয়ে সবথেকে বড় কৃত্রিম নদী তৈরি করা যায়। এর জন্য সরকার ৮৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। সরকার আগের বছর থেকে এই পরিকল্পনার উপর হাত দিয়েছে এবং প্রধানমন্ত্রী মোদী প্রকল্পকে মঞ্জুরি দিয়েছেন। সরকার বিজ্ঞানী ও আবহাওয়া বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে কৃত্রিম নদী নির্মানের কাজে নেমেছে। ইতিমধ্যে মধ্যপ্রদেশে সরকার এই প্রকল্পের প্রাথমিক কাজ শুরু করে দিয়েছে।

এর জন্য ৩০০০ বড় বাঁধ এবং ৩৭ প্রাকৃতিক নদীর গতিপথকে পরিবর্তন করা হবে। রিভার লিঙ্কিংয়ের ফলে জলসঙ্কট মেটানোর সাথে সাথে জলবিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ ইত্যাদি কাজে লাভ পাওয়া যাবে। কেরলের সরকার অবশ্য এই প্রজেক্টের ব্যাপারে সেভাবে সহমত প্রকাশ করেনি। তবে বাকি রাজ্যগুলির সেরকম কোনো সমস্যা নেই এই ব্যাপারে । নর্মদা, তাপ্তি, গঙ্গা, গোদাবরী, দামোদর, মহানদী ইত্যাদি নদ নদীকে জুড়ে জল সমস্যা মেটানোর উপর কাজ করা হবে।

প্রথম চরণের জন্য টেকনিক্যাল কাজ শুরু হয়েছে। মূলত দুই চরণে কাজ শেষ হওয়ার কথা রয়েছে যার পর ভারতে থাকবে বিশ্বের সবথেকে বড় কৃত্রিম নদী। উল্লেখ্য, ভারতের নদীগুলি মূলত পশ্চিম থেকে পূর্বের দিকে প্রবাহমান। এরফলে একদিকে পূর্বের বহু জায়গায় যেমন বন্যা দেখা যায়, তেমনি পশ্চিমের অনেক স্থানের মানুষ জলসঙ্কটে ভোগে, এবং বছর বছর খরাও লক্ষ্য করা যায়। রিভারলিঙ্কিং এর মাধ্যমে বন্যার অতিরিক্ত জলকে খরাপ্রবন এলকায় রাখা সম্ভব হবে।