সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কানাডা-আমেরিকা জু’ড়ে “বম্ব-সাইক্লোন”, তুষার ঝ’ড়ে জনজীবন বি’প’র্য’স্ত

সামনেই বড় দিন আর তার ঠিক আগেই মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা ঢেকে গেল বরফের আস্তরণে। প্রবল তুষারপাতের জেড়ে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে ৩ হাজার ৮০০ টির বেশি উড়ান। বর্তমানে সেখানকার তাপমাত্রা মাইনাস ৩১ ডিগ্রীর নীচে। মার্কিন আবহাওয়া দফতর জানিয়েছে গত মঙ্গলবার থেকেই প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিম দিকে তুষারঝড় শুরু হয়ে গিয়েছিল, আর সেটাই এখন ক্রমশ এগিয়ে আসছে পূর্বের দিকে।

আমেরিকার যে সমস্ত হ্রদ উত্তরের দিকে রয়েছে সেগুলো ইতিমধ্যে জমে গেছে, ইতিমধ্যে এই তুষারঝড়ের নামকরণও করেছে তারা, বম্ব সাইক্লোন। তারা জানিয়েছে এক প্রজন্মের মধ্যে অন্তত একবার আসে এই ঝড়। বড় দিনের ঠিক আগেই এমন পরিস্থিতি যা মার্কিন যুক্তরাষ্ট্রের ও কানাডার মানুষের জীবনকে দারুণ ভাবে প্রভাবিত করেছে।

মানুষ চলাচলের পথে পুরু বরফের স্তর জমে গেছে। তুষার ঝড় দারুণ ভাবে আঘাত হেনেছে ডেট্রয়েট, মিনিয়াপোলিসে। সাধারণ মানুষের জীবনে দারুণ প্রভাব ফেলেছে এই তুষার ঝড়। গতকাল বৃহস্পতিবার ২ হাজার ৮১০ টি বিমান বাতিল করা হয়েছে সাথে আজ শুক্রবার ১ হাজার ৬০০ টি বিমান বাতিল করা হয়েছে।

আরো খবর: ন’য়া বছরে এই ৫ রাশির উপর রাহুর প্র’কো’প বৃ’দ্ধি পা’বে, আজই সাবধান হো’ন

সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে শিকাগোর ২৪% বিমান বাতিল করা হয়েছে। সব ধরনের যাতায়াত ব্যবস্থায় বাধা হয়ে দাঁড়িয়েছে এই তুষারঝড়। বিমানের সাথে সাথে ট্রেন চলাচল ব্যহত হয়েছে দারুণ ভাবে। বরফের চাদরে ঢেকে গেছে কান্ডার মেট্রো লাইন। পরিষ্কারের কাজ ইতিমধ্যে শুরু হলেও ট্রেন পরিষেবা এখনও চালু করা সম্ভব হয় নি।