সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অবশেষে “মিগ-২১” বিমান বা’তি’ল ঘোষণা করার সি’দ্ধা’ন্ত নিলো ইন্ডিয়ান এয়ারফোর্স

ভারতীয় বায়ুসেনায় মিগ-২১ যুদ্ধবিমানকে বলা হয় উড়ন্ত কফিন। ১৯৫৯ সালে ভারতীয় বায়ুসেনায় এটিকে যোগ করা হয়। তথকলিন সোভিয়েত থেকে নিয়ে আসা হয়েছিল এই বিমানকে। তবে বর্তমানে বিমান গুলি খুব পুরনো হয়ে গেছে।

মাঝেমধ্যেই বিমানের দুর্ঘটনাগ্রস্ত হওয়ার খবর মিলছিল। সম্প্রতি আরেকটি মিগ-২১ বিমান ভেঙে পড়ে। গত ৮ই মে সকালে রুটিন ট্রেনিংয়ের জন্য সুরাটগড় থেকে উড়ান ভরে মিগ-২১ বিমানটি।

কিন্তু মাঝপথে যান্ত্রিক গোলযোগের কারণে রাজস্থানের হনুমানগড় এলাকায় ভেঙে পড়ে এটি। একটি বাড়ির ছাদে ভেঙে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বাড়ির দুই মহিলার। কিছুক্ষণ পরে আহত এক ব্যক্তিও মারা যান।

এখনও পর্যন্ত প্রায় ৪০০ বার দুর্ঘটনার শিকার হয়েছে এই মিগ-২১ বিমান। সাধারণ মানুষের পাশাপশি প্রাণ হারিয়েছেন বহু পাইলট। এমনকি ২০১৯ সালে একটি পাকিস্তানি F 19 বিমানকে তাড়া করতে গিয়ে ভেঙে পড়ে মিগ ২১ বিমান।

এরপর পাকিস্তানে আটক হন ভারতীয় জওয়ান অভিনন্দন বর্তমান। বেশ কিছু সময় থেকেই এই মিগ ২১ বিমানগুলোকে অবসরের কথা ভাবছিল ভারত সরকার। এবার সেই ভাবনায় সিলমোহর পড়ল। তাই ২০২১ সাল থেকেই ভারতীয় বায়ুসেনায় নতুন যুদ্ধবিমান যুক্ত করার পরিকল্পনা করা হয়।

৪৮ হাজার কোটি টাকার বিনিময়ে হ্যাল কোম্পানির সঙ্গে চুক্তি করে ভারতীয় বায়ুসেনা। ৮৩টি তেজস বিমান তৈরির করে ভারতকে দেবে সংস্থাটিকে। এছাড়া, ৩৬টি রাফালকেও ভারতীয় সেনার যোগ করা হয়েছে।