সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সইফ আলী নন, এই বিখ্যাত ক্রিকেটারের স্ত্রী হওয়ার কথা ছিল অমৃতার, কিন্তু শ’র্ত না মা’না’য় হয়নি বি’য়ে

বলিউডের সঙ্গে ক্রিকেট যোগ নতুন কিছু নয়। সত্তরের দশকে শর্মিলা ঠাকুর থেকে হালফিলের আথিয়া শেঠি ক্রিকেটারদের ঘরণী হয়েছেন অভিনেত্রীরা। এই তালিকায় নাম জুড়েও জোড়েনি, শর্মিলা ঠাকুরের প্রাক্তন বৌমা অমৃতা সিংয়ের। অমৃতার সঙ্গেও ছিল এমন এক ক্রিকেট তারকার প্রেম যা সেই সময় ছিল খবরের হট টপিক।

কিন্তু হঠাৎ করেই তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এরপর নিজের চেয়ে বয়সে ১৭ বছরের ছোট অভিনেতা সাইফ আলী খানকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন অমৃতা। বলিউড ইন্ডাস্ট্রির বহু তারকার সঙ্গে অমৃতা সিংয়ের প্রেমের কথা শোনা যায়। সানি দেওয়াল বিনোদ খান্না অমিতাভ বচ্চনের সঙ্গেও নাকি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি।

কিন্তু অনেকেই জানেন না বিয়ের আগে তিনি রবি শাস্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন। ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট টিমের সদস্য ছিলেন রবি। তিনি টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেটে তার অবদান অনস্বীকার্য।

আরো খবর: TATA-কে ট’ক্ক’র দিতে বাজারে আসছে Renault-র স’স্তা’র EV!

টিম ইন্ডিয়ায় প্রাক্তন এই কোচের প্রেমে হাবুডুবু খেতেন অমৃতা।  শুধু প্রেম নয় তাদের সম্পর্ক ভালোবাসা পরিণতির দিকেও এগিয়ে যাচ্ছিল একটু একটু করে। তবুও তাদের মধ্যে সম্পর্ক ভেঙে যায় মাত্র একটা শর্তের জন্য। কি সেই শর্ত ছিল? রবি অমৃতাকে বলে দিয়েছিলেন বিয়ের পর তিনি আর সিনেমা করতে পারবেন না।

বিয়ে করতে হলে পাকাপাকি বলিউডকে গুডবাই জানাতে হবে। কিন্তু তৎকালীন সময়ে এক নামজাদা অভিনেত্রী ছিলেন অমৃতা সিং। তার পক্ষে এত বড় সিদ্ধান্ত মেনে নেওয়া কখনোই সহজ ছিল না। তিনি নিজের ভালোবাসাকে বিসর্জন দেবার সিদ্ধান্ত নিয়েছিলেন।

বেশ কয়েকবার ইন্টারভিউতে তিনি জানান রবিকে আমি খুব ভালবাসতাম কিন্তু ভালবাসার প্রতিদান যে আমার ক্যারিয়ারকে দিতে হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। যে কাজ আমাকে সুখ্যাতি এবং পেটের ভাত জুটিয়েছে তাকে ছেড়ে আমি নিজের ভালবাসার হাত ধরতে পারিনি।