সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাহাড়ের ঢা’লে অবি’শ্বা’স্য শি’কা’র তুষার চিতার, ভিডিও ঝ’ড় তু’ল’লো সোশ্যাল মিডিয়ায়

বাঘ সিংহ গন্ডার যে যতই শিকার করুক না কেন সবাইকে হার মানাবে চিতাবাঘ। সেরা শিকারির তকমা পেয়ে গিয়েছে চিতা। বিভিন্ন চিতার শিকার ধরার প্রতিভা বিভিন্ন রকম। তবে চোখের সামনে দাঁড়িয়ে তো শিকার দেখা সম্ভব নয়। তাহলে নিজেকেই শিকার হয়ে যেতে হবে। তবে এবার এক রুদ্ধশ্বাস শিকারের কাহিনী দেখানো হল সোশ্যাল মিডিয়ায়। সৌজন্যে ভারতীয় বন বিভাগের এক উচ্চ পদস্থ আধিকারিক।

তার সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। দেখা গিয়েছে একটা হিংস্র চিতা বাঘ কিভাবে শিকার করছে। আমরা এতদিন গল্পে কিংবা সিনেমায় দেখেছি একেবারে চোখের সামনে থেকে এই দৃশ্য দেখেছেন ওই বন দপ্তরের আধিকারিক।

মাত্র ৪৪ সেকেন্ডের একটা ভিডিও আর সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। তবে যেমন তেমন চিতা নয় এটা তুষার চিতা। লাদাখের উড়িয়াল এর কাছে একটি জায়গায় তার বাসস্থান। সারা বছর এখানে বরফে ঢাকা থাকে। শিকার ধরার ক্ষেত্রে তুষার চিতা যে অসম্ভব পারদর্শিতা আলাদা করে বলবার অপেক্ষা রাখে না।

আরো খবর: ঘরের বউয়ের রা’গ ক’মা’তে কে’টেছিলেন লটারির টিকিট, তাতেই ১৬ কোটি, ভা’গ্য বদলে গেল দম্পতির

আর এই ভিডিও দেখে সেই সন্দেহের অবকাশ থাকবে না তা বলাই বাহুল্য। বাঘ সিংহ পর্যন্ত শিকার করতে পারে তারা। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এর অফিসার পারভিন কাসওয়ান ৪৪ সেকেন্ডের এই ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন।

তাতে দেখা যায় পাহাড়ের কোল বে বিদ্যুতের গতিতে নেমে আসছে এই চিতাবাঘ। আসবার সময় অবশ্যই একবার হোচট খেয়েছে। কিন্তু ভীষণ দ্রুতগতিতে নেমে পড়েছে সে।

একটি শিকারকে টানতে টানতে মুখে করে নিয়ে গেল উপরে। মাত্র চোখের কয়েকটা পলক পড়ার অপেক্ষা তার মধ্যেই সাবার করে দিল ওই শিকার।