সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

TATA-কে ট’ক্ক’র দিতে বাজারে আসছে Renault-র স’স্তা’র EV!

বর্তমান সময়ে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইলেকট্রিক ভেহিকেল। বিভিন্ন গাড়ি সংস্থা একের পর এক তাদের ইলেকট্রিক ভেহিকেল বাজারের লঞ্চ করছে।Tata, Mahindra এবং Hyundai, কিন্তু সব থেকে বেশি মার্কেট শেয়ার টাটা মোটরসের।

কিন্তু স্বাভাবিকভাবেই অন্যান্য প্রতিযোগীরা নিজেদের জমি ছেড়ে যেতে চাইছে না একেবারেই, তাই Renault এবার এই তালিকায় নাম লেখালো। বর্তমানে দেশে ইলেকট্রিক ভেহিকেল এর চাহিদা দেখে Renaultও নিয়ে আসতে চলেছে তাদের ইলেকট্রিক ভেহিকেল এর নতুন মডেল।

ভারতের বাজারে রেনল্টের যে কুইড গাড়ি বিক্রি করা হয়ে থাকে, তার ইলেকট্রিক মডেল এবার বাজারে আসতে চলেছে।Dacia Spring EV ইউরোপে এই নামে কুইড গাড়িটি বিক্রি হয়। এদিকে আবার চিনে এই গাড়ি Renualt City K ZE নামে পরিচিত। সমস্ত দেশে ইলেকট্রিক ভেহিকেল বিক্রি করা শুরু করলেও ভারতে এখনো সেই পদক্ষেপ তারা নেয়নি।

আরো খবর: এখনো পর্যন্ত ৫০০ বার বি’য়ে’র পিঁড়িতে বসেছেন! তবে এখনো এই অভিনেত্রীর জো’টে’নি পুরু’ষস’ঙ্গী

এবার তাদের আসল লক্ষ্য ভারত। ভারতে যে পেট্রোল ইঞ্জিন যুক্ত গাড়িটি বিক্রি হয় তার ফিচার রয়েছে ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম (ESP), হিল স্টার্ট অ্যাসিস্ট (HSA), ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (TCS) ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, EBD সহ অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, রিয়ার পার্কিং সেন্সর, এমনকি রয়েছে টায়ার প্রেসার সেন্সর।

এই গাড়ির দাম ৫ লাখের নিচে। তবে তাদের নতুন ইলেকট্রিক মডেল ভারতের বাজারে কত দামে বিক্রি হয় সেটাই দেখার। বর্তমানে ভারতের সবথেকে সস্তার ইলেকট্রিক মডেল হল Tata Tiago EV, যার এক্স শোরুম প্রাইজ ৮.৬৯ লক্ষ টাকা।।