সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডি’প’নে’ক ব্লাউজে অনুরাগীদের উ’ষ্ণ’তা’র ছোঁ’য়া দিলেন দুই নায়িকা, কে কাকে দিলেন টে’ক্কা?

যুগ বদলাচ্ছে। আগেকার দিনে যেমন কমবয়সী মেয়েরা সাদা শাড়ি জামা পড়লেই মা কাকিমাদের থেকে শুনতে হত “কেন সাদা পরেছিস?”, এমনকি বাড়ির বয়স্করা সাদা পোশাক পরা মেয়েদের বিশেষ করে বিবাহিতাদের কটাক্ষ করতেন, তেমনই আজকের দিনে দাঁড়িয়ে সাদা পরা মানেই সে এক ইউনিক স্টাইল।

যবে থেকে হ্যান্ডলুম শাড়ি, সফট জামদানি ফ্যাশান মার্কেটে জনপ্রিয় হয়েছে তবে থেকেই সাদা শাড়ি সুপার ট্রেন্ডিং-এ। তবে সাদা শাড়িকে ফ্যাশানে মার্জিত এবং রুচিশীল ভাবে তুলে ধরার পেছনে ‘গানের ওপারে’র ‘পুপে’র রয়েছে বিরাট অবদান। পুপের সাদা শাড়ির সঙ্গে কলমকারি কিংবা আজরক প্রিন্টের ব্লাউজ, হাতে কাঠের চুড়ি, ডোকরার গয়না আর খোলা চুলে হালকা স্টাইলিং মন জিতে নিয়েছিল দর্শকদের।

এরপর থেকেই বিজ্ঞাপন হোক বা হোর্ডিং শ্যুট – সবেতেই সাদা শাড়ির রমরমা ব্যাপার। কোনো অনুষ্ঠান হোক বা কলেজ ফেস্ট – যে কোনো জায়গাতেই সাদা শাড়ি, সাদা ব্লাউজ, খোলা চুল, চোখে কাজল আর সিলভারের গয়নার সাজ অন্য সবকিছুর থেকে আলাদা। সাদার সঙ্গে কেউ আবার ট্র্যাডিশন্যাল সোনার গয়না পরতে ভীষণ ভালোবাসেন।

আরো পড়ুন: ইন্দোরের রা’স্তা’য় প্রবল জল’স্রো’ত, আরোহীসহ ভে’সে গে’লো গাড়ি! ভাইরাল ভিডিও

তবে এসব কিছুর ঊর্ধ্বে পরনে সাদা শাড়িতে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবিতে আলিয়া ভাটের সাজ। সাদা শাড়ি, সাদা ব্লাউজ, চোখে মোটা কাজল আর কপালে টিপ- আলিয়ার এই সাজে মুগ্ধ ৮-৮০। আলিয়ার এই অপূর্ব সাজ জনপ্রিয় হয়ে ওঠার পরই একটি নাম করা শাড়ির ব্র্যান্ড গাঙ্গুবাই কালেকশন নামে বিশেষ কিছু শাড়িও ডিজাইন করে।

 

View this post on Instagram

 

A post shared by Sohini Sarkar (@sohinisarkar01)


পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে আলিয়ার মত সেজে প্রচুর মানুষ নিজের ছবি শেয়ার করতে থাকেন। এমনকি বিখ্যাত এক নামজাদা গয়নার বিপণির বিজ্ঞাপনে গাঙ্গুবাঈ-এর এই সাজ বাদ যায় না। আর বর্তমান সময়ে যে কোনও মেয়েই নিজেকে আর পাঁচ জনের থেকে আকর্ষণীয় করে তুলতে সাদা রঙের শাড়িতে সাজতে পছন্দ করেন।

তাদের মতে ফ্যাশানের দিক থেকে সাদার চাইতে ভালো রং আর কিছু হয় না। সম্প্রতি দুই জনপ্রিয় টলি নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সোহিনী সরকার একই সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নিজেদের ভিন্ন দুই ছবি।  সেখানে দুজনের পরনেই রয়েছে সাদা শাড়ি। স্বস্তিকা সাদা সুতির শাড়ির সঙ্গে পরেছেন ডিপনেক স্লিভলেস ব্লাউজ।


তাঁর শাড়িতে কোথাও কোনও কাজ নেই, আছে শুধু সূক্ষ্ম বর্ডার। স্বস্তিকার এই শাড়ির লুকে বিশেষ কোনও মেকআপ করেননি। কপালে ছোট্ট সবুজ টিপ পরেছেন আর গলায় গোল্ডেন স্টোন সেটিং চোকার। অন্যদিকে সোহিনীর পরেছেন সাদা রঙের সেল্ফ ঢাকাই জামদানি। সোহিনীর কপালে কালো টিপ, গলায়-কানে খুব সাধারণ গোল্ডেন চেন আর ঝুমকো। সঙ্গে করেছেন আলগা হাতখোঁপা। আর তাতে লাগানো রয়েছে দুটো সাদা গোলাপ। মেকআপও একেবারেই হালকা। এতেই মুগ্ধ হয়েছেন তাঁদের ভক্তরা।