সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জ্যোতির্বিজ্ঞানীরা এবার খুঁ’জে পেলেন Super Earth, জানুন বি’শ’দে

সম্প্রতি আমাদের বাসভূমি পৃথিবীর থেকে আয়তনে প্রায় চারগুণ বড় একটি exoplanet আবিষ্কার করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই super-Earth এর নাম Ross 508 b। একটি লাল বামন নক্ষত্র অর্থাৎ Ross 508 নামক red dwarf star এর চারপাশে প্রদক্ষিণ করে এই exoplanet

তবে এটির আলো এতই ম্লান যে তা খালি চোখে দেখা যায় না। এ প্রসঙ্গে জ্যোতির্বিজ্ঞানীদের বক্তব্য, এই super-Earth তার host star-এর habitable zone বা বসবাসযোগ্য এলাকায় রয়েছে।

Ross 508 b তার host star-কে যে দূরত্ব থেকে প্রদক্ষিণ করে তা ওই গ্রহের পৃষ্ঠদেশে জল গঠনের জন্য অনুকূল তাপমাত্রা সরবরাহ করে। জাপানের Astronomical Society-র একটি জার্নালে এবং আবিষ্কার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে।

আরো পড়ুন: অভিষেকের জন্য ভগবতের কা’ছে গেছিলেন মমতা: মহম্মদ সেলিম

তবে কোনো গ্রহ তার host star-এর habitable zone এ থাকার অর্থ এই নয় যে ওই গ্রহ প্রাণের জন্য বসবাসযোগ্য হবে। কারণ মঙ্গল গ্রহও তার host star সূর্যের habitable zone-এ অবস্থিত।

তবে সেখানে এখনও প্রাণের অস্তিত্বের সন্ধান পাওয়া যায়নি। যদিও বিজ্ঞানীরা যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে। তবে জ্যোতির্বিজ্ঞানীদের কথায় এই super-Earthএর গঠন অন্যান্য গ্যাসীয় গ্রহের থেকে অনেকটাই আলাদা। এই নতুন গ্রহ পাথুরে এবং রুক্ষ প্রকৃতির।

জাপানের হাওয়াই দ্বীপপুঞ্জে রয়েছে National Astronomical Observatory of Japan। আর তাদেরই Subaru Telescope-এর মাধ্যমে একটি গ্রহটি আবিষ্কার করা হয়েছে। এই লাল বামন গ্রহ সূর্যের থেকে আয়তনে ছোট। এটি সূর্যের ভরের ১৮শতাংশ বহন করে।

তার ফলে এই host star সবচেয়ে অস্পষ্ট এবং ক্ষুদ্রতম নক্ষত্র হিসেবে পরিগণিত হয়। জানা গিয়েছে Ross 508 b তার host star-কে প্রতি ১০.৭৫ দিনে একবার প্রদক্ষিণ করে। আর এর প্রদক্ষিণের জগত Radial velocity-র মাধ্যমে আবিষ্কার করা সম্ভব হয়েছে। Radial velocity মূলত ব্যবহার করা হয় exoplanet খুঁজে বের করার জন্য।