সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৯ এপ্রিল অন্নপূর্ণা পুজো, এই কাজগুলো করলে কে’টে যা’বে দারিদ্রতা

চলতি বছরে অন্নপূর্ণা পুজো পড়েছে ২৫ শে চৈত্র অর্থাৎ ইংরেজি ৯ ই এপ্রিল। অন্নপূর্ণা মা যার অবদানে আমাদের জীবনে কখনো অন্নের এবং বস্ত্রের অভাব হয় না।

অন্নপূর্ণা পুজো করলে জীবনে সর্বদা অন্ন এবং বস্ত্রের অভাব থাকে না। আসুন জেনে নিই এই পুজোর দিন কি কি কাজ কর্ম গুলি করলে মা অন্নপূর্ণা আরো বেশি প্রশন্ন হবে যার ফলে জীবনে থাকবে না কখনো অন্নের অভাব।

অন্নপূর্ণা পূজোর দিন অবশ্যই সাদা পোশাক পরে মায়ের উদ্দেশে কাজ করা উচিত। মায়ের উদ্দেশে এই কাজ সন্ধ্যা বেলায় করতে হবে। অন্নপূর্ণা পূজোর দিন কোন একটি পিতলের পাত্র নিন এবং তার মধ্যে আতপ চাল ভোরে মন্দিরের বাইরে থাকা কোন ভিক্ষুককে চালটি দান করুন।

আরো পড়ুন: ছিলেন ফিল্মস্টারদের দেহরক্ষী, জেনে নিন KGF-র ভিলেন গরুড়ের জী’ব’ন কা’হি’নী

মা অন্নপূর্ণা পূজোর দিন একটি জবা ফুল এবং তার মধ্যে দিন লাল চন্দন দিয়ে সাথে একটি এলা,চ এবার এই সামগ্রীগুলো মা দুর্গা অথবা দেবী অন্নপূর্ণার মন্দিরে দান করুন।

এই পুজোর দিন ঘরে একটি লবঙ্গ পুড়িয়ে তারপর পোড়া লবঙ্গটিকে গুড়ো করুন, গুঁড়ো করে একটি টাকার ওপর লাগিয়ে সেই টাকা যেকোনো দুর্গা মন্দির অথবা অন্নপূর্ণা মায়ের মন্দিরে দিন।

এই পুজোর দিন আপনার সামর্থ্য মত একজন পুরোহিতকে সিধে দান করুন। এই কাজগুলি যদি আপনি মা অন্নপূর্ণা পূজোর দিন করতে পারেন, তাহলে আপনার জীবনে কখনোই অন্ন বস্ত্রের অভাব হবে না, উপড়ন্ত আপনার সন্তানদের জন্য খুব উপকারী হবে।