সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ট্রেনে হকারের কা’জ করে বিজেপির বি’রু’দ্ধে নামছেন “মোদি”! যোগীরাজ্যে প্র’ব’ল হৈচৈ

উত্তরপ্রদেশের সাহারানপুরে মাঝেমধ্যেই ট্রেনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে শসা বিক্রি করতে দেখেন যাত্রীরা! কথাটা শুনতে অবাক মনে হলেও এটাই সত্যি। কারণ ট্রেনে যিনি শসা বিক্রি করতে আসেন তিনি আদতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হুবহু ডুপ্লিকেট। তাকে দেখে অনেকেই নকল মোদি, গরিবের মোদি, ছোট মোদি আখ্যা দিয়েছেন। তবে প্রধানমন্ত্রীর ডুপ্লিকেট এবার তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

PM Modi lookalike Abhinandan Pathak will contest UP election as independent  candidate| PM मोदी का कहा जाता है 'हमशक्‍ल', UP की इस सीट से लड़ेगा चुनाव |  Hindi News, देश

2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য প্রচার চালিয়েছেন এই ব্যক্তি। তার নাম অভিনন্দন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি সেবার জিতে গেলেও অভিনন্দনের অবস্থানের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। তিনি প্রথমে বিজেপির হয়ে লড়তেই চেয়েছিলেন। তবে বিজেপি তাকে সেভাবে গুরুত্ব না দেওয়াতে তিনি চটে গিয়েছেন বিজেপির উপর। এবার তিনি বিজেপির বিরুদ্ধে মাঠে নামছেন।

Abhinandan Pathak Known as the Doppleganger of PM Narendra Modi will fight  election on sarojini nagar lucknow | PM Modi का यह 'हमशक्ल' लड़ेगा लखनऊ की  इस बड़ी सीट से चुनाव, BJP

2019 সালের লোকসভা নির্বাচনের নির্দল প্রার্থী হিসেবে নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি। বারানসি কেন্দ্রের সেই লড়াইয়ে অবশ্য তিনি হেরে গিয়েছিলেন। তবে তিনি হাল ছাড়তে নারাজ। তাই ফের একবার বিজেপির বিরুদ্ধে মাঠে নামছেন নকল মোদি। যদিও তার বক্তব্য তিনি ভোটে জিতলে যোগী আদিত্যনাথকে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হতে সাহায্য করবেন।

humshakal of big politicians: राजनीति में 'हमशक्ल' की सियासत कोई नई नहीं -  humshakal of big politicians have always been in the headlines | Navbharat  Times

তিনি জানিয়েছেন মোদি এবং যোগী আসলে একই মুদ্রার দুই পিঠ। তারা মানুষের হয়ে নিঃস্বার্থ ভাবে কাজ করেন। তাই তিনি ভোটে জিতলেও যোগীকে সমর্থন করবেন। অর্থের অভাবে বর্তমানে ট্রেনে শসা বিক্রি করতে হয় তাকে। তবে ভোটে জিতে মানুষের জন্য কিছু করার স্বপ্ন তিনি এখনো দেখেন।