Home বিনোদন ছিলেন ফিল্মস্টারদের দেহরক্ষী, জেনে নিন KGF-র ভিলেন গরুড়ের জী’ব’ন কা’হি’নী

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ছিলেন ফিল্মস্টারদের দেহরক্ষী, জেনে নিন KGF-র ভিলেন গরুড়ের জী’ব’ন কা’হি’নী

এবার দর্শকদের নজর কেড়ে নিতে আসছে কেজিএফ চ্যাপটার টু। অভিনেতা যশ এর এই ছবির প্রথম পার্ট বক্স-অফিসে রেকর্ড সাফল্য অর্জন করেছিল। আন্তর্জাতিক স্তরেও ছবিটি ব্যাপক সাফল্য পেয়েছে।

ছবি প্রথম পার্টে ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা রামচন্দ্র রাজু। গরুরা চরিত্রে অভিনয় করে দর্শকদের হাড়ে হিম ধরিয়েছিলেন তিনি। তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সমালোচকরাও।

তবে জানেন কি এক সময় এই অভিনেতা নায়ক যশের ‌দেহরক্ষী হিসেবে কাজ করতেন? তবে কেজিএফ ছবিতে অভিনয় করার পর তার ভাগ্য পরিবর্তন হয়েছে। এই ছবি তাকে সার্বিক জনপ্রিয়তা এনে দিয়েছে।

আরো পড়ুন: উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নিয়ে আ’লা’দা আবহাওয়ার পূর্বাভাস, কি ব’ল’লো হাওয়া অফিস?

তিনি এখন দক্ষিণী ইন্ডাস্ট্রির নামি তারকার। ভিলেন হিসেবে তাকে পছন্দ করছেন দর্শকরা। যশ এবং রামচন্দ্র একে অপরকে অনেকদিন ধরেই চেনেন। কেজিএফ ছবিতে তারা একসঙ্গে কাজ করলেন।

পরিচালক প্রশান্ত নিয়ে যশের সঙ্গে সিনেমার স্ক্রিপ্ট আলোচনা করার সময় রামচন্দ্রকে দেখেছিলেন। সেই সময় তিনি গরুরা চরিত্রের জন্য রামচন্দ্রকে অডিশন দিতে বলেন।

অডিশনে উতরে গিয়ে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এই চরিত্রটিকে বাস্তব রূপ দিয়েছিলেন তিনি। তার চরিত্রটিকে দর্শকরা ভয় পেলেও অভিনেতাকে ভালোবেসেছেন।

কেজিএফের সিক্যুয়াল শীঘ্রই মুক্তি পাবে। এই ছবিতে অভিনেতা যশ ছাড়াও বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত, রবীনা ট্যান্ডন উপস্থিত থাকবেন। আসন্ন ছবিতে প্রধান ভিলেন অধীরা চরিত্রে অভিনয় করবেন সঞ্জয় দত্ত।