সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

PF-র নমিনি হিসেবে কি কা’রো না’ম নথিভুক্ত করেননি? তবে জানুন বিস্তারিত

প্রত্যকের উচিত তাদের পিএফ একাউন্টের সাথে অবশ্যই নমিনি যোগ করতে, কারণ এরকম যদি কোন হোল্ডার না করে থাকেন তবে সেক্ষেত্রে ভবিষ্যতে হতে পারে নানান রকমের সমস্যা। পিএফ একাউন্টের সঙ্গে যদি নমিনি যোগ না রাখা হয় তবে সেক্ষেত্রে টাকা তোলার ক্ষেত্রে নানান সমস্যা আসতে পারে।

যারা পিএফ এর সঙ্গে নমিনি যোগ করেননি তারা শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এবং কোভিড নাইনটিন এর জন্যই টাকা তুলতে পারবেন, কিন্তু অন্য দিক থেকেও অন্য কোন যদি কাজের জন্য টাকা প্রয়োজন হয়ে থাকে তবে পিএফ এর একাউন্ট থেকে এই টাকা তোলা যাবে না।

যদি আপনি চান যে আপনার যেকোন প্রয়োজনে পিএফ এর থেকে টাকা তুলবেন, তাহলে অবশ্যই সেখানেই মনোনয়ন করুন এই পিএফ একাউন্ট এর ক্ষেত্রে ভবিষ্যৎ তহবিল ছাড়া ইপিএফ ও কোন গ্রাহকদের অন্য কোনো সমস্যার জন্য বা প্রয়োজনে এই টাকা তোলার অনুরোধ গ্রাহ্য করবে না।

কর্মচারী স্কিম এবং কর্মচারী আমানত যুক্ত বীমা প্রকল্প গুলিতে যদি ই নমিনেশন না করা হয় তবে সে ক্ষেত্রে সেই পিএফ হোল্ডাররা হারাবেন দুটি সুবিধা। প্রথম সুবিধাটি হলো এই মনোনয়ন জমা দিলে পরিবারের নিরাপত্তা সংক্রান্ত একটি কভার পাওয়া যায়। যদি হঠাৎ কোনো দুর্ভাগ্যবশত ঘটনা ঘটে তবে আপনার পরিবারের যেকোনো সদস্যরাই পারবে ওই টাকা তুলতে।

অন্যদিকে যদি ওই অ্যাকাউন্টধারী তার পিএফএ যদি পরিবারের কোনো সদস্যকে মনোনীত করে যান, তাহলে ভবিষ্যতে সে পেনশন এবং বিমার সুবিধাটি পাবে। ইপিএফ এর তরফ থেকে আরও একটি সুবিধা দেওয়া হয়েছে, যে একাউন্ট হোল্ডার এই নমিনির ক্ষেত্রে যখন-তখন পরিবর্তন করতে পারবেন।

গতবছর ইপিএফ এর তরফ থেকে জানানো হয়েছিল যে এই মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়ও ৩১-১২-২০২১‌ পরবর্তীকালে সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই মনোনয়ন দায়ের করা যেকোনো সময় যেতে পারে। এবার আসুন জেনে নি কিভাবে আপনি ঘরে বসে খুব সহজেই এই মনোনয়ন জমা দিতে পারবেন।

১.এর জন্য প্রথমে আপনাকে খুলতে হবে ইপি এফ ও এর অফিশিয়াল ওয়েবসাইট।

২.সেখানে আপনাকে ইউএএন এবং পাসওয়ার্ড এর সাহায্যে করতে হবে লগইন।

৩.এরপর সেখানে দেখতে পাবেন ম্যানেজ সেকশন, সেখানে গিয়েই এই নমিনেশনের অপশনটিতে ক্লিক করুন।

৪.এর পরে সেখানে আপনি যাকে মনোনীত করতে চান তার নাম, ছবি এবং অন্যান্য বিবরণসহ জমা দিয়ে দিন।

যদি আপনি একাধিক ব্যক্তিকে নমিনি করতে চান তবে অ্যাড নিউ অপশনটিতে ক্লিক করে সেটা করুন এবং তারপরে দেখবেন সেখানেই ফ্যামিলি ডিটেলস বলে লেখা রয়েছে ওই অপশনটিতে ক্লিক করে আপনার কাজটি সম্পন্ন করুন।