সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নি’র্বা’চ’ন অ’নু’ষ্ঠি’ত হ’লো মা’ল’দা নে’তা’জি পৌর বাজার ব্যব’সায়ী স’মি’তি’র

নি'র্বা'চ'ন অ'নু'ষ্ঠি'ত হ'লো মা'ল'দা নে'তা'জি পৌর বাজার ব্যব'সায়ী স'মি'তি'র

মালদা,২৮ মে : নির্বাচন অনুষ্ঠিত হলো নেতাজি পৌর বাজার ব্যবসায়ী সমিতির। শনিবার দুপুর ১ টা নাগাদ শুরু হয় নির্বাচন প্রক্রিয়া। এদিন সংগঠনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় নির্বাচন। জানা গিয়েছে বাজারের ৭ টি ওয়ার্ডের মোট ৫৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন এই নির্বাচনে। ভোটার সংখ্যা প্রায় ১৪০০। জয়ী প্রার্থীদের মধ্যে ২১ জনের কমিটি তৈরি করা হবে।

অন্যান্য নির্বাচনের মতো প্রিজাইডিং অফিসার নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন। মোট সাতটি টেবিলে ব্যালটবক্স রাখা হয়। ব্যালট পেপার এর মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। করোনা আবহে নির্বাচন পরিচালনা করা সম্ভব হয়নি। করোনা আবহ কেটে যাওয়ার পর শনিবার দুপুরে নির্বাচনের আয়োজন করা হয়। জয়ী প্রার্থীদের মধ্যে ২১ জন কে নিয়ে তৈরি করা হবে নতুন কমিটি। যা আগামী ৩ বছর ব্যবসায়ী এবং সংগঠনের উন্নয়নের জন্য কাজ করবে।

মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের পরিচালন কমিটির সদস্যরা নির্বাচন পরিচালনা করেন। উপস্থিত ছিলেন, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সহ-সভাপতি কমলেশ বিহানি, অসিত সাহা, সম্পাদক উত্তম বসাক, যুগ্ম সম্পাদক উজ্জল ভদ্র, উজ্জল সরকার, কোষাধক্ষ্য হিমাদ্রি রায়, নেতাজি পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অজিত সাহা, সম্পাদক মানিক জয়সওয়াল সহ অন্যান্য ব্যবসায়ী নেতারা। এদিন অন্যান্য নির্বাচনের মতো অনুষ্ঠিত হয় বাজার কমিটির নির্বাচন।

মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, করোনা পরিস্থিতিতে নেতাজি পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়নি। করোনা আবহ কেটে যাওয়ার পর শনিবার নির্বাচনের আয়োজন করা হয়। সাতটি ওয়ার্ডের মোট ৫৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনে। প্রায় ১৪০০ ভোটার রয়েছে বাজারে। জয়ী প্রার্থীদের নিয়ে নতুন কমিটি তৈরি করা হবে। আগামী দিনে ব্যবসায়ীদের উন্নয়নের স্বার্থে কাজ করবে নতুন কমিটি।এর সাথে শক্তি বৃদ্ধি হবে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সেরও।