সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন কিনবেন Redmi Note 11 Pro? রইলো কা’র’ণ

সম্প্রতি Xiaomi-র একটি সাব-ব্রান্ড Redmi-র তরফে লঞ্চ করা হচ্ছে Note 11 সিরিজ। এছাড়াও এই মডেলটির প্রো সিরিজও লঞ্চ করা হবে। সংস্থার তরফে দুটি নতুন ফোন লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। তারমধ্যে একটি Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro+ 5G ।

মার্চের 9 তারিখ এই দুটি ফোন লঞ্চ করা হবে। Redmi Note 11 Pro-তে রয়েছে MediaTek Helio G96 chipset এবং Redmi Note 11Pro+ 5G -তে রয়েছে সুপার ফাস্ট Qualcomm Snapdragon 695 প্রসেসর।

চিপসেট এবং RAM ছাড়াও সংস্থার তরফে একটি দুর্দান্ত ব্যাটারি, দুর্দান্ত ক্যামেরা সেটআপ, প্রচুর স্টোরেজ স্পেস দেওয়া হয়েছে ফোনটিতে। মাত্র 20000 দামের ফোনটিতে একাধিক দুর্দান্ত স্পেশিফিকেশন যোগ করা হয়েছে। এই দামের মধ্যে এই ফোনটি হবে গেম চেঞ্জার। Redmi Note 11 Pro তে দেওয়া হয়েছে কোয়াড কোর রিয়ার ক্যামেরা সেট-আপ।

আরো পড়ুন: পশ্চিমবঙ্গে এসে রাজ্য সরকারকে হুঁ’শি’য়া’রি দিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী

যার মধ্যে প্রধান ক্যামেরাটি 108MP-র। ক্যামেরাটিতে রয়েছে সবথেকে বেশি রেজ়লিউশন। এছাড়া Redmi Note 11 Pro + 5G ফোনটিতেও দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেট-আপ। যার মধ্যে একটি মেইন ক্যামেরাটি 108MP-র। যার মাধ্যমে 108 মিলিয়ন ডিটেলস, ক্রিস্টাল ক্লিয়ারিটি ভিডিয়ো রেকর্ড করতে পারবেন।

ফলে আপনার জীবনের সেরা ফটো তুলতে পারবেন। Redmi Note 11 Pro এবং Pro Plus এ দেওয়া হয়েছে 6.67 ইঞ্চি FHD+ AMOLED ডটডিসপ্লে। এর ফলে অত্যন্ত উজ্জ্বল ডিসপ্লে পাবেন ব্যবহারকারীরা। এবং যেকোনও ভিস্যুয়ালও দেখাবে অত্যন্ত স্বচ্ছ।

ফোনটির রিফ্রেশ রেট প্রতি সেকেন্ডে 120 টাইমস। যার ফলে সুপার ফাস্ট এবং স্মুথ ডিসপ্লে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। আপনি যদি গেম খেলেন অথবা কন্টেন্ট স্ক্রোল করেন তাহলে আপনার অভিজ্ঞতা হবে সম্পূর্ণ আলাদা। ফোনদুটিতে দেওয়া হয়েছে 1200 nits peak ব্রাইটনেস।

এছাড়াও Reading Mode 3.0 থাকার ফলে রোদের সময়েও স্ক্রিন দেখতে বা স্ক্রিনের মধ্যে থাকা কোনও লেখা পড়তে অসুবিধা হবে না। এর অর্থ, হাই ডেফিনেশন ডিসপ্লে দেখতেও কোনও সমস্যা হবে না।

আরো পড়ুন: শ্রাবন্তীর গাড়ির চালক গ্রে’ফ’তা’র

এই ফোনটিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ইমেজ সেন্সিং প্রযুক্তি। এর ফলে মোবাইল ফটোগ্রাফিতে অন্য মাত্রা যোগ করবে। এরসঙ্গে আলট্রা হাই রেজলিউশন HM2 ইমেজ সেন্সর এবং 9 ইন 1 পিক্সেল বিনিং প্রযুক্তি দেওয়া হয়েছে। যার ফলে লো লাইট ফটোগ্রাফিও হবে অতি সুন্দর।

এই ফোনে দেওয়া হয়েছে 67W টার্বো সোনিক চার্জ 3.0 যা কোনও ব্যাটারি 0 থেকে ফুল চার্জ হতে সময় লাগে 15 মিনিট। এই ফোনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল 5000mAh ব্যাটারি এবং 67 W টার্বোচার্জ প্রযুক্তি। এর ফলে একবার চার্জ দিলেই সারাদিন ফোনটি চালানো সম্ভব। মাঝে ফোনটি আর রিচার্জ করতে হবে না। অর্থাৎ এই ফোনটির মাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সিনেমা দেখা, কথা বলা, পছন্দমতো কন্টেন্ট দেখা, গান শোনা সম্ভব।