সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ট্রেনের বগিতে কেন সাদা ও হলুদ লাইন থা’কে? এর অ’র্থ কি?

ভারতীয় রেলকে বলা হয় ভারতের জীবন রেখা। কয়েক লক্ষ মানুষ রেল যাত্রা করেন প্রতিদিন। তবে এই রেলপথের সূচনা করেছিলেন ব্রিটিশরা। ১৯৫১ সালে ভারতীয় রেল জাতীয়করণ করা হয়। রেল সম্পর্কিত অনেক তথ্য রয়েছে যা আমরা জানিনা। রেল নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই।

ট্রেনের বগিতে একটু লক্ষ্য করে দেখবেন এক বিশেষ ধরনের প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়। নীল রঙের আই সি এফ কোচের শেষে হলুদ বা সাদা রঙের কিছু লাইন থাকে। এই লাইন গুলি আসলে একটি কোচ থেকে আরেকটি কোচকে আলাদা করতে ব্যবহার করা হয়।

অনেক সময় যখন একটি ট্রেন আসে তখন বিভ্রান্ত হয়ে পড়েন যাত্রীরা। সাধারণ কোচে হলুদ রঙের লাইন থাকে। তাই অন্যান্য কোচের থেকে এগুলি আলাদা করা সম্ভব হয়। নীল বা লাল রঙের হলুদ দাগ বোঝানো হয় বিশেষভাবে সক্ষম ও অসুস্থ ব্যক্তিদের জন্য ব্যবহার করতে। ধূসর ও সবুজ রঙের যে লাইনগুলো সেগুলো মহিলাদের জন্য ব্যবহৃত হয়।

আরো খবর: ২০২৩ সালে ক’বে ক’বে স্কুল ছুটি? দেখে নিন পু’রো তা’লি’কা

আর লাল রঙের কোচ মানেই প্রথম শ্রেণী। তবে সব ধরনের রেলওয়ে নয় কেবলমাত্র পশ্চিমাঞ্চলের রেলওয়েতে এগুলো দেখা যায়। নিশ্চয়ই আর বুঝতে অসুবিধা হচ্ছে না কেন এই বিভিন্ন রঙের লাইনগুলি ট্রেনের মধ্যে ব্যবহার করা হয়। আসলে ভারতীয় রেলকে সাজানোর জন্য এমন বহু পন্থা অবলম্বন করে থাকে রেল কর্তৃপক্ষ।

তবে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে শুধু পশ্চিমাঞ্চল নয় দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণাঞ্চলের রেলওয়েগুলিকেও আধুনিকীকরণ করা হবে। কাজও চলছে জোর কদম।