সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঢাকা’র আবে’দনে সারা দিল ভারত! সচল হ’চ্ছে দিল্লি-ঢাকা আন্ত’র্জাতিক বি’মা’ন পরি’ষেবা

ঢাকা'র আবে'দনে সারা দিল ভারত! সচল হ'চ্ছে দিল্লি-ঢাকা আন্ত'র্জাতিক বি'মা'ন পরি'ষেবা

এপার বাংলা ওপার বাংলা এবার আরো কাছাকাছি। ঢাকার আবেদনে সারা দিয়েছে ভারত। আগামী ২২ শে আগস্ট থেকে পুনরায় চালু হচ্ছে দিল্লি-ঢাকা আন্তর্জাতিক বিমান পরিষেবা। ফলে দুই বাংলার যাতায়াত ব্যবস্থায় আবার গতি আসবে। আবার শীঘ্রই কলকাতা থেকেও ঢাকাগামী বিমান পরিষেবা চালু হচ্ছে বলে জানা গিয়েছে। এদিকে আবার বাংলাদেশের অসামরিক উড়ান মন্ত্রকের তরফে প্রস্তাবও দেওয়া হয়েছিল।

ঢাকা ও চট্টগ্রাম থেকে দিল্লি ও কলকাতা সংযোগকারী বিমান চালানো সম্ভব কিনা সেই বিষয়ে কেন্দ্রীয় উড়ানমন্ত্রকের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের প্রতিনিধিরা। আলোচনার পরেই কার্যত আগামী ২২শে আগস্ট থেকে দ্বি-পাক্ষিক এয়ার বাবল চুক্তির অধীনে অল্প সংখ্যক বিমান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে উভয় রাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থায় গতি আসছে।

দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার মহম্মদ ইমরান বলেন, ১১ অগস্ট থেকে এয়ার বাবল চুক্তির অধীনে দুই দেশের মধ্যে বিমান পরিষেবা চালু করার প্রস্তাব রেখেছিলেন তারা। তিনি আরো জানিয়েছিলেন যে বিমান চালানোর দিনক্ষণ ভারত সরকার নির্ধারণ করবে। এর জবাবে দিল্লির তরফ থেকে জানানো হয়েছে যে, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে শীঘ্রই বিমান চলাচল শুরু করা হবে।

এর ঠিক একদিন পরেই অসামরিক উড়ান মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বিমান পরিষেবা সচল করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য করোনা মহামারী আছড়ে পড়ার আগে ভিস্তারা, স্পাইসজেট, ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার বিমান দুই দেশে যাতায়াত করতো। তবে সংক্রমণের কারণে চলতি বছরের মার্চ মাস থেকে দুই বাংলার উড়ান পরিষেবা বন্ধ রয়েছে। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে ফের সচল হচ্ছে দুই বাংলার উড়ান পরিষেবা।