সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভালো খবর, এবার দা’ম ক’ম’লো কেরোসিনের, কিছুটা স্ব’স্তি পেলেন সাধারণ মানুষ

গত বছর থেকেই কেরোসিন তেলের উপর ভর্তুকি কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনার সময়কাল থেকেই গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ক্রমশ বেড়ে চলেছে। এমতাবস্থায় হেঁসেল সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। জানান তার উপর আবার রান্নার গ্যাসের দাম ক্রমশ বাড়ানো হচ্ছে। এর ফলে রান্নার জন্য প্রয়োজনীয় জ্বালানির খরচ জোগাতে গিয়েই হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত। আবে এতদিনে স্বস্তি দিল কেরোসিন তেলের দাম।

সম্প্রতি কেরোসিন তেলের দাম কমানো হয়েছে। একদিকে যেখানে রান্নার গ্যাসের দাম হু হু করে বাড়ছে সেখানে লিটারপ্রতি কেরোসিন তেলের দাম কমানো হলো। গত মাসের তুলনায় সেপ্টেম্বরে এক ধাক্কায় ১ টাকা ৬৯ পয়সা কমেছে কেরোসিন তেলের দাম। বুধবার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির ইস্যু করা দামের ভিত্তিতে রাজ্য খাদ্য দফতর সেপ্টেম্বর মাসে রেশনে কেরোসিনের লিটার প্রতি দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

খাদ্য দপ্তরের ঘোষণা অনুযায়ী কলকাতা ও সল্টলেকে রেশন থেকে প্রতি লিটার কেরোসিন তেল কিনতে খরচ হবে ৪৩ টাকা ৫৩ পয়সা। গতমাসে যেখানে দাম ছিল ৪৫.২২ পয়সা। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ভিত্তিতে জ্বালানি তেলের দাম নির্ধারণ করে কেন্দ্রীয় সরকার। বিগত এক বছরে লিটারে প্রায় ২০ টাকা বেড়েছে কেরোসিন তেলের দাম।

এদিকে আবার কেন্দ্র ভর্তুকিও বন্ধ করে দিয়েছে। শুধু দাম বৃদ্ধি নয়, কেরোসিন তেলের উপর চাপানো হয়েছে ৫ শতাংশ জিএসটি। ডিলার-ডিস্ট্রিবিউটরদের কমিশন ও অন্যান্য খরচ জুড়ে কেরোসিন তেলের দাম অনেকখানি বেড়েছে। তার মাঝে এই দাম কমাতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন মধ্যবিত্তরা।