সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মহানন্দা’য় এক ৭ বছরে’র শিশু ত’লি’য়ে যাও’য়ার ঘটনা’য় ব্য’প’ক চা’ঞ্চ’ল্য মালদা’র খয়রাতি এলাকা’য়

মহানন্দায় এক ৭ বছরের শিশু তলিয়ে যাওয়ার ঘটনায় ব্যপক চাঞ্চল্য মালদার খয়রাতি এলাকায়

মালদা,৬ সেপ্টেম্বর : স্নান করতে গিয়ে মহানন্দা নদীতে তলিয়ে গেল ৭ বছরের এক শিশু। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পুরাতন মালদার খয়রাতি এলাকায়। রবিবার পরিবারের লোকেদের সঙ্গে মঙ্গলবাড়ী এলাকায় মহানন্দা নদীতে স্নান করতে আসে শিশুটি।

জানা গিয়েছে রবিবার ছিল শিশুটির জন্মদিন। তলিয়ে যাওয়ার খবর চাউর হতে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ শিশুর নাম রমজান শেখ(৭)। স্থানীয়রা তল্লাশি শুরু করলেও রবিবার রাত পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

উদ্ধারকাজে প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে রবিবার রাতে পরিবারের লোকজন ৩৪ নং জাতীয় সড়ক অবরোধে অবরোধ করে বিক্ষোভ দেখান। শিশুটিকে উদ্ধারের দাবিতে দীর্ঘক্ষন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান পরিজনেরা।
পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

সোমবার সকালে ঘটনাস্থলে উপস্থিত হন পুরাতন মালদার প্রাক্তন চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। তিনি জানান, পুলিশ প্রশাসন চেষ্টা করে যাচ্ছে শিশুটিকে উদ্ধার করার জন্য। বাংলাদেশ বর্ডারের বিএসেফদের সঙ্গেও কথা বলা হয়েছে। যথেষ্ট চেষ্টা করে খোঁজাখুঁজি চলছে যাতে শিশুটিকে উদ্ধার করা হয়। বিপর্যয় মোকাবিলা দপ্তর এর কর্মীরা স্পিডবোট নিয়ে এদিন সকাল থেকে উদ্ধার কাজ শুরু করে।