সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: উ’ল’ঙ্গ হয়েই এখানে যে’তে হ’য় পুরুষদের, জানুন রহস্যময় দ্বী’প ওকিনোসীমার কা’হি’নী

পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যা আজও রহস্যের মোড়কে আবৃত। সবসময় সেই রহস্যভেদ কি সম্ভব হয় নাকি! পৃথিবীর চারপাশে অনেক কিছুই ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। বিশ্বে এমন অনেক জায়গা রয়েছে, যেখানের গল্প ছড়িয়ে থাকে নানান প্রান্তে। ঠিক তেমনই রহস্যাবৃত এক দ্বীপ হল জাপানের ওকিনোশিমা দ্বীপ

ওকিনোশিমা দ্বীপ – যা জাপানের একটি প্রাচীন ধর্মীয় স্থান।। এই দ্বীপকে একটি পবিত্রদ্বীপ বলেই স্থানীয়রা মনে করে থাকেন।কথিত আছে এখানে অবস্থিত এক মন্দিরে নাবিকরা পুজো দিতে আসতেন। এখানে সমুদ্র দেবীর বাস। তাই নাবিকেরা এই পথ দিয়ে গেলে এখানে থামতেন। এই ধর্মীয় স্থানটিতে নারীদের প্রবেশ নিষেধ। এমন কী পুরুষেরাও যদি প্রবেশ করতে চায়, তবে নিয়মানুযায়ী উলঙ্গ হয়ে স্নান করে পবিত্র হয়ে তবেই প্রবেশ করতে হয় এই দ্বীপে।

This Sacred Men-Only Island In Japan Is Now A UNESCO World Heritage Site |  News | Rojak Daily

দ্বীপ থেকে কোনো কিছু নিয়ে আসার নেই কোনো অনুমতি । সে যত তুচ্ছ জিনিসই হোক না কেন!!এমন কী একটি গাছের পাতাও নয়। এছাড়াও এই দ্বীপের কোনো বিবরণ কোথাও উল্লেখ করা যাবে না। এমনকি আলোচনা করাও যাবে না। বছরে মাত্র একটা দিন সকলের জন্য এই দ্বীপের দরজা খুলে দেওয়া হয়। দিনটি হল ২৭ মে।

Okinoshima, The Sacred Japanese Island Were Women Are Banned

তবে নিয়ম মানতে হয় সকলকেই। নিয়মানুযায়ী ২০০ জনের বেশি মানুষ সেখানে প্রবেশ করতে পারবেন না। আগেই অবশ্য উল্লেখ্য দর্শণার্থীদের তালিকাতে থাকবেন না কোনো মহিলা । কোনোভাবেই যাতে মহিলা উপস্থিত না থাকে সেদিকেও কড়া নজরদারি থাকে।