সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জরুরি ভিত্তিতে অভিষেকের আ’র্জি শুনতে রা’জি নয় ডিভিশন বেঞ্চ! এবার কি করবেন তৃণমূলের যুবরাজ?

বারবার যেন হেরে যাচ্ছেন অভিষেক। তৃণমূলের সাধারণ সম্পাদকের আবেদন শুনতে রাজি হলেন না বিচারপতি। জরুরী ভিত্তিতে আবেদন করেছিলেন অভিষেক কিন্তু তার সেই আবেদন মঞ্জুর হলো না বিচারপতি সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে।

সোমবার থেকে হাইকোর্টের গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়ে যাচ্ছে। শনি এবং রবিবার ছুটি। ওই দুইদিন কোর্টের সমস্ত কাজকর্ম বন্ধ থাকবে। শুক্রবার আগের কিছু মামলার শুনানি হবে। ঠিক সেই কারণেই বেঞ্চ জানিয়ে দিয়েছে তারা অভিষেকের আবেদন শুক্রবার দিন শুনতে পারবেন না।

পূর্ব নির্ধারিত অনেক মামলা রয়েছে তার রায় ঘোষণা করতে হবে। অভিষেক এবং কুন্তলের আবেদন চলে গেল প্রধান বিচারপতির কাছে। পূর্ব নির্ধারিত মামলার সমস্ত কাজকর্ম সাইটে আপলোড করা রয়েছে তাই এখন হাইকোর্টের অনেক কাজ।

গ্রীষ্মের ছুটির পর যখন আদালত খুলবে তখন এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন সুব্রত তালুকদার।যদি এখন প্রয়োজন হয় তবে অভিষেক এবং কুন্তল অবকাশকালীন বেঞ্চে যেতে পারেন। এরপর মামলা চলে যায় প্রধান বিচারপতির কাছে বেঞ্চের রায়ের পর প্রধান বিচারপতির এজলাসে এসে পৌঁছন অভিষেক এবং কুন্তল ঘোষের আইনজীবীরা।

প্রসঙ্গত কুন্তল অভিযোগ করেছিলেন নিয়োগ দুর্নীতিতে অভিষেকের নাম নেওয়ার জন্য তার উপর নাকি চাপ সৃষ্টি করা হচ্ছে। আবার কাকতালীয়ভাবে সেদিনই শহীদ মিনারে অভিষেক বলেছিলেন হেফাজতে থাকাকালীন কুনাল ঘোষ মদন মিত্রকে তার নাম বলানোর জন্য চাপ দেওয়া হয়েছিল।