সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জ’ম্ম-মৃ’ত্যু’র জা’ল শংসা’পত্র কা’র’বা’রী চ’ক্রে’র হ’দি’স মালদা’য়

জম্ম-মৃত্যুর জাল শংসাপত্র কারবারী চক্রের হদিস মালদায়

মালদা: জম্ম ও মৃত্যুর জাল শংসাপত্র কারবারী চক্রের হদিস। কড়া ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান ইংরেজবাজার পুরপ্রশাসক। পুরসভার দপ্তরের জাল জম্ম ও মৃত্যুর শংসাপত্র তৈরীর ঘুঘুর বাসা বেশ কয়েকমাস যাবৎ সক্রিয়।

নকল নথি জমা দিয়ে পুরসভার জম্ম ও মৃত্যুর দপ্তর থেকে জম্ম ও মৃত্যুর শংসাপত্র তৈরী করতেন এক শ্রেনীর দালাল। শুধু তাই নয় পুরসভার অনুরূপ অবিকল জম্ম ও মৃত্যের শংসাপত্র বিক্রী করত এই সব কারবারীরা। এমন অভিযোগ পেয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত ইংরেজবাজার পুরপ্রশাসক সুমালা আগরওয়ালা আজ তদন্তে নামেন।

তিনি জানান পুরসভা দপ্তরে এই সব কারবারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুরো বিষয়টি ইংরেজবাজার পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। গত সপ্তাহে একজনকে হাতেনাতে ধড়া হয়েছে। এরপরই এই দপ্তরের আধিকারিকদের নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে।