সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জা’লি’য়া’তি রুখতে কড়া পদক্ষেপ UIDAI-র, নয়া ভেরিফিকেশন চা’লু হ’চ্ছে আধার কা’র্ডে

ভারতের মানুষের পরিচয়ের অন্যতম একটি নিদর্শন হলো আধার। আধার কার্ড নিয়ে এবার নতুন নির্দেশিকা জারি করা হলো। আধার কার্ড নিয়ে এখন বিভিন্ন জালিয়াতি চলছে আর তার যাতে অথেন্টিক থাকে তার জন্য নতুন এক মেকানিজম নিয়ে এলো, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউ আই ডি এ আই।

প্রতিদিন প্রতারকদের জালিয়াতি বাড়ছে। যতই সরকার নতুন নতুন নির্দেশিকা জারি করুক না কেন হ্যাকারদের কাছ থেকে বাঁচা যাচ্ছে না কিছুতেই। আধার কার্ডে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন তো এতদিন ছিল। তবে সেই নিরাপত্তাকে আরো জোরদার করা হয়েছে। বর্তমানে ভোটার কার্ডের তুলনায় আধার কার্ডের নিশ্চয়তা অনেক বেশি।

কেওয়াইসি জমা দেওয়া হোক কিংবা ব্যাংকে টাকা রাখা সব ক্ষেত্রেই প্রয়োজন আধার। দিন দিন প্রযুক্তি যত উন্নত হচ্ছে তাতেই যেন আধার নিয়ে আরো জালিয়াতি বাড়ছে। এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং উপর নির্ভর করে একটি সিকিউরিটি মেকানিজম ডেভেলপ করা হচ্ছে।

আরো খবর: শান্তিপ্রসাদের জীবনে নতুন করে অশান্তি, বাড়িতে মি’ল’লো দেড় কেজি সোনা

ফিঙ্গারপ্রিন্ট শুধু নয় ফিঙ্গার মিনুশিয়া অর্থাৎ আঙুলের ছবি এবং আরো নানান ছোটখাটো ডিটেলস নথিভুক্ত করে রাখা হবে ডেটাবেসে। পরবর্তীতে ফিঙ্গারপ্রিনটের লাইভনেস চেক করা যাবে। সম্প্রতি একটি বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে ইউআইডিএআই।

ট্রানজেকশন আরো নিরাপদ হবে এর সাহায্যে। বেশ কয়েকটি বেসরকারি সংস্থার সঙ্গে যোগসাজস করে নতুন এই নিরাপত্তা চালু করা হয়েছে। অংশীদারি সংস্থা ও ইউজার অথেন্টিকেশন এজেন্সি তাদের দীর্ঘ আলোচনা চালিয়ে যাচ্ছে।

নতুন এই ২ ফ্যাক্টর অথেন্টিকেশন ফিঙ্গারপ্রিন্ট জেনুইননেস আরও যাচাই করবে। ব্যাংকিং এবং আর্থিক ক্ষেত্রে এটা আরো সুরাহা করবে বলেই মনে করা হচ্ছে।