সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতা থেকে ছু’ট’বে সুপারফাস্ট ট্রেন, জা’নু’ন স’ম’য়’সূ’চি

৩০ জুলাই থেকে শুরু হয়ে গেল কলকাতা থেকে ঝাসি পর্যন্ত সুপারফাস্ট স্পেশাল ট্রেন শুরু হতে চলেছে। পূর্ব রেল সূত্র থেকে জানতে পারা গেছে, শনিবার সকাল সাতটা থেকে যাত্রীদের জন্য সংরক্ষিত আসনে বুকিং প্রক্রিয়া শুরু করা হয়েছে। যাত্রীরা আইআরসিটিসি র অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যম ছাড়াও কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবেন ট্রেনের টিকিট।

সুপারফাস্ট স্পেশাল ট্রেন হলেও টিকিট কাটতে গেলে নাজেহাল হতে হবে না সাধারন মানুষকে। ট্রেনের ভাড়া সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রাখা হয়েছে। অন্যান্য মেল এক্সপ্রেসের ট্রেনের টিকিট এর তুলনায় বরং এই ট্রেনের টিকিটের দাম কম রাখা হয়েছে।

আগামী তিরিশে জুলাই থেকে প্রত্যেক শুক্রবার ঝাঁসি কলকাতা রুটের ০১১০৬ নম্বরের এই সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন চলবে। এই ট্রেনটি ঝাসী থেকে ছাড়বে রাত ন’টা নাগাদ। পরের দিন কলকাতায় ঢুকবে রাত ৯ টা ৫ মিনিটে।

প্রত্যেক রবিবার কলকাতা থেকে রাঁচি যাওয়ার সুপারফাস্ট ট্রেন চালু করা হচ্ছে। এই ট্রেনটি সকাল ৭ টা ৫৫ মিনিটে কলকাতা থেকে ছাড়বে এবং ঝাসি পৌঁছাবে পরের দিন সকাল ৭ টা ২০ মিনিটে। এই সুপারফাস্ট ট্রেন টি বড় বড় জংশনে থামবে, কিন্তু সবকটি স্টেশনে থামবে না।