সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিডনি বি’ক্রি’র চ’ক্র স’ক্রি’য় অসম থেকে কলকাতা, চি’ন্তা’য় প্রশাসন

কিডনি চক্র এমন একটি ঘটনা, যা বহুবার মানুষের সামনে উঠে এসেছে বিভিন্ন ভাবে। সম্প্রতিক অসমের মরিগাও জেলার দক্ষিণ ধরমতুলে একজন কিডনি বিক্রেতা খুঁজতে এসে বিবাদে জড়িয়ে পড়েন গুহাটির এজেন্ট। বেশ কিছুদিন ধরেই এই চক্র চলছিল আসামে। অনেকেই ধারের টাকা শোধ করতে না পারায় অথবা অন্যান্য যেকোন সমস্যা থেকে মুক্তি পাবার জন্য বিভিন্ন সময়ে কিডনি বেচে থাকেন।

তেমনি কলকাতার এক বেসরকারি হাসপাতালে বহু মানুষ ধার শোধ করার জন্য নিজের কিডনি বেচতে এসেছেন কিন্তু প্রতিশ্রুতি মত টাকা পাননি কেউ। শনিবার আসামে কিডনি বিক্রেতাকে খুঁজতে এসে টাকা না পেয়ে বিবাদে জড়িয়ে পড়েন কয়েকজন।

এরপর গোটা ঘটনাটি প্রকাশ্যে বেরিয়ে আসে। ঘটনাস্থলে এসে পৌঁছান পুলিশ। শুনতে পাওয়া যায়, গ্রামে অন্তত 30 জন কলকাতার একটি হাসপাতালে গিয়ে কিডনি বিক্রি করে এসেছিল। কিন্তু প্রতিশ্রুতি মত কেউ টাকা পায়নি। ৭ টি পরিবারের বেশ কয়েকজন মানুষ এইভাবে প্রাণের ঝুঁকি নিয়ে এই পদক্ষেপ নিয়েছিল কিন্তু, তাদের প্রতারিত করা হয়েছে। সমস্ত ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে নেমে আরো অনেক মানুষের কথা বেরিয়ে আসবে বলে তারা মনে করছেন।