সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আর নয় ৬০ ব’ছ’র, এবার ৪০ ব’ছ’রে’ই পেয়ে যাবেন পেনশন, ন’য়া স্কী’ম LIC-এর

এলআইসির পক্ষ থেকে চলতি মাসে গ্রাহকদের জন্য এসে গেছে নতুন সরল পেনশন যোজনা। কেন্দ্র নির্দেশ দিয়েছিল যে সমস্ত জীবন বীমা সংস্থাকে একটি সরল মেয়াদী বীমা বাধ্যতামূলক করার জন্য। এবার সেই রকমই নতুন বীমা আনলো এলআইসি। যদি কেউ একবার প্রিমিয়াম জমা দেয় তবে সেই অনুযায়ী গ্রাহকরা চাইলে পরের মাস থেকে পেনশন এর সুবিধা পাবেন। এখন দেখে নেওয়া যাক যে এই পলিসিতে কি কি সুবিধা রয়েছে এবং কিভাবে করবেন।

অনলাইন এবং অফলাইন দুই জায়গা থেকেই আপনি এলআইসির এই পলিসিটা কিনতে পারবেন। এই স্কিমের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো ৪০ বছর বয়সে যদি এই স্কিম কেউ করে তাহলে, প্রথম প্রিমিয়াম জমা দেওয়ার পরপরই সে পেনশন পাওয়ার সুবিধা পাবে। এরপর যদি পেনশন বাহক কোন কারনে মারা যান তাহলে সেই ক্ষেত্রে যে নমিনি থাকবে, সেই প্রিমিয়াম গুলো পেয়ে যাবেন। যদি প্রথমে কোন গ্রাহক বেশি পরিমাণে পেনশন দেয় তাহলে পলিসি গ্রাহক তার বেঁচে থাকাকালীন ওই একই পরিমাণ এর টাকা পেতে থাকবেন।

লাইফ অ্যানুইটির সঙ্গে বীমা প্রকল্পে গঠিত অংকের পুরোটাই সে ফেরত পাবে, অথবা দুজনে যদি একসঙ্গে জীবন বীমা করেন তবে শেষে যিনি মারা যাবেন তার মৃত্যুর পর বীমা রাশির পুরো টাকাটাই ফেরত পাওয়া যাবে। এবার জেনে নেওয়া যাক যে কিভাবে আপনি পেনশন পাবেন। ৪০ বছরের কোন ব্যক্তি একসঙ্গে ১০ লাখ টাকা বিনিয়োগ করেন, তবে তিনি প্রিমিয়াম জমা দেওয়ার পরের মাস থেকে পেনশন পেতে থাকবে।

পেনশনের জন্য সে বার্ষিক ৫০ হাজার ২৫০ টাকা পাবে। যদি মনে করেন মেয়াদ শেষ হওয়ার আগেই সে টাকা তুলবেন, তাহলে সে টাকা তুলতে পারবে কিন্তু সেক্ষেত্রে সংস্থা তার টাকা থেকে ৫ শতাংশ কেটে নেবে এবং বাকি টাকাটা তাকে ফেরত দেবে। এই সিমের সুবিধা পাবে শুধু মাত্র ৪০ থেকে ৮০ বছরের ব্যক্তিরাই। পলিসি বাহক যদি চান তিনি লোন করতে পারেন। কিন্তু এই লোন পাওয়ার জন্য তাকে অবশ্যই ছয় মাস অপেক্ষা করতে হবে।