সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গুজরাটেই আছে এমন কিছু র’হ’স্য’ম’য় জা’য়’গা যা সম্পর্কে স্থানীয়রাও জানেন না! রইলো তা’লি’কা

পর্যটকদের কাছে ঘোরার জন্য গুজরাট একটি অন্যতম জায়গা, এখানে সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকে। এখানের সংস্কৃতি, পরিবেশ, মনো মুগ্ধকর ভৌগোলিক অবস্থান সমস্ত কিছুই পর্যটকদের কাছে বিশেষভাবে প্রিয়। এখানে আকর্ষণীয় স্থানগুলির মধ্যে রয়েছে সোমনাথ মন্দির, আদিম সামুদ্রিক উপকূল, কচ্ছ সাগর এবং অনেক পর্বত শ্রেণী।

তবে এ গুজরাটে আরো অনেক রহস্যময় জায়গা রয়েছে যেগুলো হয়তো অনেকেই জানেনা। আজকে এই প্রতিবেদনে আমরা সেই সমস্ত জায়গা সম্পর্কে আলোচনা করব। গুজরাটে এমন কিছু ভৌতিক স্থান রয়েছে যেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব এই প্রতিবেদনে।

এই স্থানগুলির মধ্যে প্রথমেই রয়েছে তুলসীর শ্যাম। গুজরাটের গির জাতীয় উদ্যানে রয়েছে তুলসী শ্যামের অ্যান্টি গ্রাভিটি রোডটি। ১৫০ টি দীর্ঘ পাকা রাস্তার ওপর দিয়ে গাড়িগুলো যাতায়াত করে তবে এখানে সবথেকে রহস্যময় ব্যাপার হল জল ও নাকি মহাকর্ষ টানে বিপরীতে চলে।

আরো খবর: বাজারে চ’লে এ’লো জিভে জল আ’না স্পেশাল “মিঠাই মোয়া”, কো’থা’য় পাওয়া যা’চ্ছে?

এরপরে রয়েছে কালা দুঙ্গার। এটি কচ্ছ উপসাগরের সর্বোচ্চ বিন্দু যেটি রহস্যময় স্থান নামে নামকরণ করা হয়েছে জানা যায় যে এই জায়গায় যারাই দৌড়ায় তাদের গতিবেগ বেড়ে যায়।

এরপর রয়েছে ডুমাস সৈকত। এটি হলো ভারতের সবথেকে ভয়ংকর স্থানগুলির মধ্যে একটি। বহু শতাব্দি আগে এখানে সমাধি থাকার জন্য আজও কিছু অদ্ভুত জিনিস মানুষেরা অনুভব করতে পারে এবং ভয় পায়।

এরপর রয়েছে উন্নাই, এই জায়গাটি অবস্থিত গুজরাটের বারদোলির কাছে। এই পুকুরে সারা বছরই উষ্ণ জল থাকে বলা হয় যে এই পুকুরে যে স্নান করে তার নাকি সমস্ত রোগ ই সেরে যায়।