সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লোহার তৈরি ট্রেন হলেও চলে ইলেক্ট্রিকে, তবুও কেন বিদ্যুৎপৃ’ষ্ট হয় না?

কয়েক বছর আগেও ডিজেলের ইঞ্জিন চললেও এখন ট্রেন চলে বিদ্যুতে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন প্রত্যেকদিন কোটি কোটি ট্রেন বিদ্যুতে চলাচল করলেও কেন বিদ্যুৎস্পৃষ্ট হন না কেউ? কারণ জানার জন্যই এই প্রতিবেদন নিয়ে এসেছি আমরা।

আসলে ট্রেন যে কারেন্টের দ্বারা চলে সেই বিদ্যুৎ ইঞ্জিনের উপর থাকা একটি ডিভাইসের দ্বারা সঞ্চালিত হয় যে ব্যাপারটা আমরা অনেকেই জানিনা। ট্রেনের কামরা গুলির সঙ্গে হাই ভোল্টেজ তারের কোন সংস্পর্শ হয় না তাই কখনোই ট্রেনের মধ্যে থাকা কোনো মানুষের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাবার কোন সম্ভাবনা নেই।

ইঞ্জিনের ওপর থাকা প্যানটোগ্রাফের সঙ্গে সংযোগ থাকে হাই ভোল্টেজ তারের, এবার আপনার প্রশ্ন থাকতে পারে কোচের সঙ্গে তারের কোনো সংস্পর্শ না থাকলেও ইঞ্জিনের উপর থাকা ডিভাইসের সঙ্গে কিন্তু তারের সম্পর্ক থাকে তাহলে কেন ইঞ্জিনে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না?

আরো খবর: পৃথিবীতে এলিয়েন সিগন্যাল পা’ঠা’চ্ছে! সেই শব্দ রে’ক’র্ড করে কি বলছেন বিজ্ঞানীরা?

আসলেই ইঞ্জিনের প্যানটোগ্রাফের নিচে ইনসুলেটর থাকে, যাতে কারেন্ট ইঞ্জিনের সঞ্চালিত না হতে পারে। এছাড়াও কারেন্ট চাকা এবং এক্সেল আর্থ পটেনশিয়াল কন্ডাক্টর এর মাধ্যমে রিটার্ন চলে যায় তাই বিদ্যুস্পৃষ্ট হওয়ার কোন সম্ভাবনা নেই।